কয়েক সপ্তাহ ধরে বাঁ কানে কম শুনছি

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

প্রশ্ন

আমার বয়স ১৫ বছর। কয়েক সপ্তাহ ধরে বাঁ কানে অনেকটা কম শুনছি। অলিভ অয়েল দিয়ে কান পরিষ্কারও করেছি। ঠিক হয়নি।—সালমান

পরামর্শ

আপনি কানে বা মাথায় কোনো আঘাত পেয়েছেন কি না, জানাননি। অনেক সময় কানে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের সংক্রমণে শ্রবণশক্তি কমতে পারে। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো কিছু রোগের কারণেও এমন হয়ে থাকে। আবার অন্যান্য ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কানে সমস্যা হয়। আপনার ক্ষেত্রে ঠিক কোনটি ঘটেছে, পরিষ্কার নয়। ভিটামিন ডি ও ভিটামিন বি-১২-সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। ইয়ারফোন ব্যবহার করবেন না। অযথা কানে খোঁচাখুঁচি এবং তেল ব্যবহার করবেন না। দ্রুতই একজন নাক কান গলা রোগবিশেষজ্ঞের পরামর্শ নিন।

পরামর্শ দিয়েছেন—ডা. এম আর ইসলাম, নাক কান গলা রোগবিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন, কনসালট্যান্ট, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫