শিশু ও কিশোরেরা যেসব ক্যানসারে আক্রান্ত হচ্ছে

শিশুদের ক্যানসার
ছবি: সংগৃহীত

নানা ধরনের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন দেশের মানুষ। এর মধ্যে কিছু ক্যানসার আছে, যেগুলোয় বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও কিশোরেরা। সচেতন থাকলে এসব ক্যানসার থেকে নিরাপদ থাকা সম্ভব। আবার দ্রুততম সময়ে ক্যানসার নির্ণয় করে সঠিক চিকিৎসায় ভালো থাকতে পারবেন আক্রান্ত ব্যক্তি। এমন ক্যানসার সম্পর্কে জেনে নিন।

শিশুদেরও ক্যানসার হতে পারে

ক্যানসারে আক্রান্তদের ৫ শতাংশই শিশু (জন্ম থেকে ১৪ বছর)। শিশুদের মধ্যে সাধারণত লিউকোমিয়া, লিম্ফোমা, ব্রেন টিউমার, রেটিনোব্ল্যাস্টমা, কিডনি টিউমার, বোন টিউমার ইত্যাদি ক্যানসার হচ্ছে।

শিশুদের ক্যানসারের কারণ জিনের ত্রুটি। সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়া হলে ৮০ শতাংশ শিশু ক্যানসার রোগী নিরাময় হয়ে যায়।

কিশোর ও তরুণদের ক্যানসার

২০ শতাংশ ক্যানসার রোগী ১৫ থেকে ৩৯ বছর বয়সী। বর্তমানে নানা কারণে এই বয়সীদের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার বাড়ছে।

এরা সাধারণত সারকোমা, বোন টিউমার, লিম্ফোমা, টেস্টিস, ওভারি (জার্ম সেল টিউমার), লিউকোমিয়া, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে থাকে। তবে উল্লেখযোগ্যসংখ্যক স্তন, কোলন ও পাকস্থলী ক্যানসারেও আক্রান্ত।

রোগ নির্ণয়ে বিলম্ব হওয়ায় প্রায়ই তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ক্যানসার ধরা পড়ে। কারণ, উপসর্গ থাকলেও এই বয়সে ক্যানসারকে প্রথম বিবেচনায় আনা হয় না। ক্যানসারকে মনে করা হয় বয়স্কদের রোগ। আবার কোনো উপসর্গকেই তেমন একটা গুরুত্বের সঙ্গে নেন না অল্প বয়সীরা, রুটিন পরীক্ষা–নিরীক্ষাও করেন না।

অধ্যাপক ডা. পারভীন শাহিদা আখতার, সাবেক বিভাগীয় প্রধান, মেডিকেল অনকোলজি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল