ইনহেলার নাকি নেবুলাইজার, কোনটা ভালো

ইনহেলার সহজে বহনযোগ্য ছোট যন্ত্র
ছবি: সংগৃহীত

শীতকাল অনেকের জন্য খুব কষ্টের, বিশেষ করে যাঁরা হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। অন্য ঋতুর তুলনায় শীতে ঠান্ডা, ধুলাবালু, শুষ্কতা বেশি হওয়ায় জ্বর, কাশি, ঠান্ডা বেড়ে যায়। অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগীদের শ্বাসকষ্টও বৃদ্ধি পায়।

অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগীদের শ্বাসকষ্ট সমস্যার সমাধানের জন্য ইনহেলার ও নেবুলাইজার যন্ত্র দুটি ব্যবহার করতে দেখা যায়।

দুটি যন্ত্রেরই কার্যপদ্ধতির পাশাপাশি ব্যবহার পদ্ধতিতে রয়েছে ভিন্নতা।

শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে গেলে নেবুলাইজার ব্যবহার করা হয়
ছবি: সংগৃহীত

ইনহেলার

ইনহেলার সহজে বহনযোগ্য ছোট যন্ত্র, যার মধ্যে ওষুধ দেওয়াই থাকে। শুধু চাপের মাধ্যমে বিশেষ কৌশলে ওষুধ শ্বাসের সঙ্গে গ্রহণ করতে হয়।

সাধারণত অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগীদের শ্বাসকষ্ট যেন খুব বেশি তীব্র আকার ধারণ করতে না পারে সে জন্য নিয়মিত ইনহেলার ব্যবহার করা হয়।

নেবুলাইজার

নেবুলাইজার ইনহেলারের চেয়ে বড় ইলেকট্রিক যন্ত্র, বিশেষ যার মধ্যে তরল ওষুধের মিশ্রণ ঢুকিয়ে একটি মাস্কের সাহায্যে গ্রহণ করতে হয়।

ছোট শিশু, বয়স্ক ব্যক্তি ও অত্যন্ত অসুস্থ রোগীর জন্য নেবুলাইজার ব্যবহার করা হয়। এ ছাড়া শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে গেলে নেবুলাইজার ব্যবহার করা হয়।

ইনহেলার দামে সাশ্রয়ী, অন্যদিকে নেবুলাইজার টেকসই
ছবি: সংগৃহীত

কোনটা ব্যবহার করব

  • ইনহেলার ছোট যন্ত্রবিশেষ। সহজে বহনযোগ্য, দামে সাশ্রয়ী, এক চাপে একটি নির্দিষ্ট পরিমাণ ওষুধ নির্গত হওয়ায় অধিক ওষুধ নির্গত হওয়ার আশঙ্কা কমে যায়। অপর দিকে নেবুলাইজার ইনহেলারের তুলনায় আকারে বড়, তাই যেখানে–সেখানে ব্যবহার করা যায় না।

  • ইনহেলারের তুলনায় নেবুলাইজাইরের ব্যবহার সহজ, বিশেষ কৌশলের প্রয়োজন হয় না।

  • ছোট শিশু, বয়স্ক ব্যক্তি ও অত্যন্ত অসুস্থ রোগীদের ক্ষেত্রে সঠিকভাবে ইনহেলার ব্যবহার করা যায় না, সেসব ক্ষেত্রে নেবুলাইজার ব্যবহার করতে হবে।

  • নেবুলাইজার ইলেকট্রিক যন্ত্র, তাই ব্যবহারের জন্য তড়িৎ বা ব্যাটারির প্রয়োজন হয়। ইনহেলারের ক্ষেত্রে এগুলোর প্রয়োজন নেই।

  • ইনহেলার দামে সাশ্রয়ী, অন্যদিকে নেবুলাইজার টেকসই।

  • নেবুলাইজার ব্যবহারের পর বিশেষ মাস্কটি অবশ্যই পরিষ্কার করতে হবে, না হলে মাস্কের ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক শ্বাসের সঙ্গে প্রবেশ করে শ্বাসতন্ত্রে নানাবিধ রোগ সৃষ্টি করতে পারে।

ইনহেলার বা নেবুলাইজারের মধ্যে কোনটা ব্যবহার করব, এই সিদ্ধান্ত চিকিৎসকের ওপরই ছেড়ে দেওয়া ভালো। রোগীর বয়স, শ্বাসকষ্টের তীব্রতা, ব্যক্তিবিশেষ ভিন্ন হয়ে থাকে, যা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে।

ডা. শিমু আক্তার, সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক বিভাগ, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, বাজিতপুর