২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হাত ও পায়ের তালু কেন বেশি ঘামে

স্বাস্থ্য জিজ্ঞাসা বিভাগে অনেক পাঠক প্রশ্ন পাঠিয়ে থাকেন। সেখান থেকে একটি ছাপা হলো আজ। পরামর্শ দিয়েছেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মারুফা মোস্তারী

প্রশ্ন: আমার হাত ও পায়ের তালু শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি ঘামে। শুধু যে গরমের সময়ে ঘামে তা না, শীতকালেও একই সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য কী করতে পারি?
আলজিজা আক্তার, বাগমারা, রাজশাহী

ঘামের পাশাপাশি বুক ধড়ফড় করার লক্ষণ দেখা দিলে থাইরয়েড বেড়ে যাওয়ার পরীক্ষা করিয়ে নিন
ছবি: সংগৃহীত

উত্তর: বিভিন্ন কারণে অনেকেরই সারা বছর হাত ও পায়ের তালু ঘামে। কারও ক্ষেত্রে এর কারণ হতে পারে ভিটামিনের ঘাটতি। আবার কারও ক্ষেত্রে থাইরয়েডজনিত সমস্যায়। শরীরে থাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, তাহলে হাত ও পায়ের তালু ঘামে। ঘামের সঙ্গে আরও কিছু লক্ষণের দিকে লক্ষ রাখতে হবে। ঘামের পাশাপাশি ওজন কমে যাওয়া, বেশি খিদে পাওয়া, বুক ধড়ফড় করা—এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে শরীরে থাইরয়েড বেড়ে যাওয়ার কারণে এমনটা হচ্ছে। এ ছাড়া আরও নানা কারণে ঘাম হতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো। তাই দ্রুত আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন আর সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকুন।