পেটের বাঁ পাশে ব্যথা হচ্ছে, কী করব?
পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার রোগবিশেষজ্ঞ অধ্যাপক ডা. মিয়া মাশহুদ আহমদ
জিজ্ঞাসা: আমার বয়স ২৫ বছর। কয়েক বছর ধরে পেটের বাঁ পাশে ব্যথা অনুভূত হচ্ছে। ডাক্তার দেখানোর পর তিনি বললেন, সামান্য আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যা। আল্ট্রাসনোগ্রাফি ও এন্ডোস্কোপি করতে বললেন। পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে এখনো মাঝেমধ্যে ব্যথা অনুভূত হয়। এ থেকে কীভাবে মুক্তি পেতে পারি?
জাবেদ হোসেন
পরামর্শ: আপনার বর্ণনায় কিছুটা তথ্য ঘাটতি আছে। মলত্যাগে কোনো সমস্যা আছে কি না, উল্লেখ করেননি। পেট পরিষ্কার হয়ে মলত্যাগ হয় কি না কিংবা মলত্যাগের সময় পেটে ব্যথা হয় কি না, জানা দরকার। ঘুমের কোনো অসুবিধা হলেও পেটে প্রভাব পড়ে। পেটে ব্যথার ক্ষেত্রে খাদ্যাভ্যাস একটি বড় বিষয়। বাইরের খাবার, অধিক তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। আঁশযুক্ত খাবার বেশি করে খাবেন। নিয়মিত শরীরচর্চা করলে ভালো উপকার পাবেন বলে আশা করা যায়। আপাতত বাজারে প্রচলিত গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারেন। তবে তা অবশ্যই দীর্ঘদিন নয়। দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে নিন।