একজন অন্তঃসত্ত্বা নারীর প্রথমবার সন্তান ধারণের সময়ই প্রি-একলাম্পসিয়া হতে পারে আর যাঁদের আগের সন্তান ধারণের সময় প্রি-একলাম্পসিয়া হয়েছিল, তাঁদের ২৫ ভাগ ক্ষেত্রে পুনরায় এটি হতে পারে। যেসব মা উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা কিংবা ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের অন্তঃসত্ত্বা অবস্থায় প্রি–একলাম্পসিয়া হওয়ার ঝুঁকি অনেক বেশি। এ ছাড়া একাধিক গর্ভধারণ, পলিহাইড্রামনিওস প্রি-একলাম্পসিয়ার কারণ হতে পারে।
প্রি-এক্লাম্পসিয়া হচ্ছে গর্ভবতী নারীদের এক ধরনের রোগ, যাতে রক্তচাপ বেড়ে যায় এবং প্রস্রাবের সঙ্গে প্রচুর প্রোটিন নির্গত হয় বা অন্যান্য অঙ্গের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।
উপসর্গ
প্রি-একলাম্পসিয়া দুই ধরনের। মাইল্ড বা মৃদু ও সিভিয়ার বা তীব্র। মৃদু প্রি-একলাম্পসিয়ার ক্ষেত্রে রক্তচাপ ১৪০/৯০ মিমি মারকারির বেশি থাকে, কিন্তু ১৬০/১১০ মিমি মারকারির কম থাকে। তীব্র প্রি-একলাম্পসিয়ার ক্ষেত্রে রক্তচাপ ১৬০/১১০ মিমি মারকারির বেশি থাকে। সঙ্গে অন্যান্য উপসর্গ থাকে, যেমন মাথাব্যথা, চোখ জ্বালাপোড়া, ঝাপসা দেখা, পেটব্যথা, প্রস্রাব কমে যাওয়া, পুরো শরীরে পানি আসা ইত্যাদি।
ঝুঁকি
প্রি-একলাম্পসিয়ায় প্রেগন্যান্সি হয় ঝুঁকিপূর্ণ। প্রি-একলাম্পসিয়া মারাত্মক পর্যায়ে গেলে একলাম্পসিয়া বা খিঁচুনি হয়, যা মাতৃ ও শিশুমৃত্যুর একটি বড় কারণ। কম ওজনের শিশুর জন্মদান, সময়ের আগে প্রসব, মাতৃগর্ভে শিশুমৃত্যু, এন্টিপারটাম হেমোরেজ ইত্যাদি সমস্যা প্রি-একলাম্পসিয়ায় আক্রান্ত মায়েদের ক্ষেত্রে সচরাচর ঘটে থাকে। সঠিক সময়ে চিকিৎসা না হলে এর জটিলতা হিসেবে কিডনি ও লিভার ফেইলর কিংবা ব্রেন হেমোরেজও হতে পারে। কিছু রোগীর শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণসহ অন্যান্য জটিলতা হয়।
চিকিৎসা
অন্তঃসত্ত্বা নারীর প্রি-একলাম্পসিয়া নিয়ে সচেতন থাকতে হবে। নিয়মিত রক্তচাপ মাপতে হবে।
মৃদু প্রি–একলাম্পসিয়ার ক্ষেত্রে রোগীকে বাসায় রাখা যেতে পারে; কিন্তু মারাত্মক প্রি-একলাম্পসিয়ায় রোগীকে বাসায় রাখার সুযোগ নেই।
মারাত্মক প্রি-একলাম্পসিয়ায় রোগীকে হাসপাতালে ভর্তি রেখে মা ও শিশুর নিয়মিত ও সঠিক পরিচর্যা করতে হবে।
প্রতিরোধ
যেহেতু প্রি-একলাম্পসিয়ার সঠিক কারণ জানা যায়নি, তাই এর প্রতিরোধেরও নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। তবে যাঁরা এর ঝুঁকিতে আছেন, তাঁদের ক্ষেত্রে অ্যাসপিরিন, ক্যালসিয়াম, অ্যান্টি–অক্সিডেন্ট জাতীয় ওষুধ প্রতিরোধক হিসেবে দেওয়া যায়।
সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণে রাখা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত ডাক্তারের চেকআপের মাধ্যমে প্রি-একলাম্পসিয়া প্রতিরোধ ও এর জটিলতা এড়ানো সম্ভব।
ডা. ফারজানা ইসলাম, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার লি., মিরপুর ৬, ঢাকা