২০ দিন ধরে জ্বর, কী করি
পরামর্শ দিয়েছেন ল্যাবএইড লিমিটেডের (ডায়াগনস্টিকস, কলাবাগান) ল্যাবএইড ওয়েলনেস সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসরাত জেরিন
প্রশ্ন: আমি একজন পুরুষ। বয়স ১৮ বছর। প্রায় ২০ দিন ধরে আমার জ্বর। শরীরের তাপমাত্রা ১০০-১০১ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। তাপমাত্রা কখনো স্বাভাবিক, আবার কখনো বাড়ে। নাপা–জাতীয় ওষুধ খাচ্ছি, কিন্তু মনে হয় না কোনো কাজে দিচ্ছে। তাপমাত্রা বাড়া ছাড়া জ্বরের আর কোনো লক্ষণ নেই। এখন আমার কী করণীয়?
নির্ঝর রায়
পরামর্শ: দিন ও রাতের কোন সময়ে জ্বর বেশি থাকে, তা উল্লেখ করেননি। এটি উল্লেখ করলে বুঝতে সুবিধা হতো। তবে ২০ দিন ধরে চলমান জ্বর নিয়ে হেলাফেলা করা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সময়ক্ষেপণ না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে জ্বরের কারণ নির্ণয় করুন। এ ক্ষেত্রে ইউরিন আরএমই টেস্ট ও সিবিসি টেস্টের মাধ্যমে রোগের কারণ নির্ণয় করা যায়। চিকিৎসকের পরামর্শে বুকের এক্স–রে করিয়ে নিতে পারেন। রোগের কারণ ও অবস্থা যাচাইয়ের পর চিকিৎসা গ্রহণ করলে ভালো থাকবেন। প্রেসক্রিপশন ছাড়াই নিজের ইচ্ছেমতো নাপা খাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন।