গরম এলেই গায়ে ব্রণের মতো হয়, কেন
পরামর্শ দিয়েছেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন, কনসালট্যান্ট ডা. মো. কামরুল হাসান চৌধুরী
সমস্যা: আমার বয়স ২৫ বছর। গরম আসতে না আসতেই আমার গায়ে ও পিঠে ব্রণের মতো হয়। আমার দুই ভাইয়েরও একই সমস্যা। শীতকালে যেমন–তেমন, গরমকালে এই সমস্যা তীব্র আকার ধারণ করে। তবে এ জন্য ব্যথা বা জ্বরের কোনো লক্ষণ দেখা যায় না। আবার ব্রণগুলো টিপলে ভাত বা চালের মতো বের হয়। খুঁটলে মাঝেমধ্যে রক্তও বের হয়। এ থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি।
জামান, নীলফামারী
পরামর্শ: মুখ, পিঠ বা শরীরের যেকোনো স্থানে ব্রণ হওয়ার পেছনে অনেকগুলো কারণ কাজ করে। এর মধ্যে অন্যতম রাত জাগা, পানি কম খাওয়া, ভাজাপোড়া বেশি খাওয়া ইত্যাদি। হরমোনের কারণেও শরীরে বা পিঠে ব্রণ হতে পারে। এ জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। হরমোন পরীক্ষা করে তারপর সঠিক অ্যান্টিবায়োটিক খেতে হবে। মলম ব্যবহার করার দরকার হতে পারে। সেই সঙ্গে ব্রণের জন্য বিশেষ ধরনের সাবান ব্যবহার করতে হতে পারে। তবে এসব প্রেসক্রাইব করার আগে অবশ্যই স্কিন পরীক্ষা করে দেখে নিতে হবে।