জরায়ুমুখের ক্যানসার নারীদের সব ধরনের ক্যানসারের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। এটাই একমাত্র ক্যানসার, যা একেবারে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় শহর ও গ্রাম—উভয় স্থানে। গ্রামে ভায়া টেস্ট ও শহরে প্যাপস স্মিয়ার, এলবিসি (লিকুইড বেসড সাইটোলজি) বা কলপোস্কপি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে খুব সহজে এ রোগ প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব।
প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে এ রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। এ ক্যানসার প্রাথমিক থেকে প্রাণঘাতী পর্যায়ে রূপান্তরিত হতে ১০ থেকে ১২ বছর লাগে। তাই প্রাণঘাতী হয়ে ওঠার অনেক আগেই রোগটির সফল চিকিৎসা সম্ভব। এ কারণেই এ রোগ সম্পর্কে নারীদের মধ্যে ব্যাপক সচেতনতা দরকার।
জরায়ুমুখ ক্যানসার জীবনের দুটি পর্যায়ে হতে পারে। ৩৫ থেকে ৩৯ বছর ও ৬০ থেকে ৬৯ বছর। এর লক্ষণগুলো হচ্ছে—১. দুর্গন্ধযুক্ত স্রাব, ২. অনিয়মিত মাসিক, ৩. সহবাসের সময় বা পরে রক্তপাত, ৪. মেনোপজের পর রক্তস্রাব, ৫. তলপেটে ব্যথা ইত্যাদি।
যেসব ক্ষেত্রে ঝুঁকি
জন্মনিয়ন্ত্রণ বড়ি ১০ বছরের বেশি সময় ধরে খাওয়া।
অল্প বয়সে বিয়ে হওয়া।
অল্প বয়সে সন্তান প্রসব।
ঘন ঘন ও পাঁচের বেশি সন্তান হওয়া।
একাধিক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক। এ রোগের পেছনে একধরনের ভাইরাসের সংক্রমণ দায়ী। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস গোত্রের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে ১৬, ১৮ সেরোটাইপ। যৌন সংসর্গের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়।
শনাক্তকরণ
রোগ হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ অবস্থা শনাক্তকরণে স্ক্রিনিং করা যায়। সন্দেহজনক ক্ষেত্রে বায়োপসি ও হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষা করতে হবে। রোগ শনাক্ত হলে রোগের পর্যায় জানতে পেলভিসের এমআরআই দরকার হতে পারে। টিউমার মার্কার করা যেতে পারে।
চিকিৎসা
চিকিৎসা পদ্ধতি রোগের পর্যায়ের ওপর নির্ভরশীল। প্রাথমিক পর্যায়ে: প্রথমে অস্ত্রোপচার, পরে রেডিওথেরাপি ও কেমোথেরাপি। অ্যাডভান্সড পর্যায়ে: প্রথমে সিসিআরটি-কেমোরেডিও ও রেডিওথেরাপি। অনেক সময় কেমোথেরাপির পর অস্ত্রোপচারও করা হয়। উল্লেখ্য, দুই ধরনের রেডিওথেরাপি আছে। একটি ইবিআরটি ও অন্যটি আইসিআরটি।
প্রতিরোধ
৯ থেকে ৪৫ বছর পর্যন্ত সব সুস্থ মেয়ে ও নারীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা দেওয়া।
সুস্থ নারীদের ৩০ বছর বয়স থেকে স্ক্রিনিং করা।
মনে রাখতে হবে, ক্যানসার নির্ণয়ের পর রোগীর যথাযথ চিকিৎসা, দুর্ভোগ কমানো ও সম্মানজনক জীবন নিশ্চিত করা দরকার।
ডা. পবিনা আফরোজ: পারভীন স্ত্রীরোগ, প্রসূতি এবং স্ত্রীরোগ ক্যানসার ও ল্যাপারোস্কোপিক সার্জন, কনসালট্যান্ট, আলোক হেলথকেয়ার, মিরপুর ১০, ঢাকা