স্বাস্থ্য পরামর্শ
পেটের সমস্যায় ভুগছি, তবে আলসার না
পাঠকের পাঠানো এই প্রশ্নটির উত্তর দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন, কনসালট্যান্ট ডা. এ কে এম আহসান উল্লাহ
সমস্যা: আমার বয়স ৪৭ বছর। তিন বছর যাবৎ পেটের সমস্যায় ভুগছি। কিছু খেলে পেটের বাঁ পাশে ওপরের দিকে জ্বালাপোড়া করে, প্রচণ্ড ব্যথায় পেট ফুলে ওঠে। অনেক চিকিৎসককে দেখিয়েছি। কিন্তু কেউ রোগ নির্ণয় করতে পারেননি। শেষবার যে চিকিৎসককে দেখিয়েছি, তিনি আলসার হয়নি বলে আশ্বস্ত করেছেন। কিছু ওষুধ লিখে দিয়েছিলেন। সেসব ওষুধ খেয়ে কোনো উপকার পাচ্ছি না। এখন আমার কী করণীয়?
মাজেদা ইয়াসমিন, ফুলপুর, ময়মনসিংহ
পরামর্শ: প্রথমত, আপনাকে একজন সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। রোগীর পেটে হাত দিয়ে পরীক্ষা করার পর রোগ সম্পর্কে একটি ধারণা পাওয়া যেতে পারে। তবে বর্ণনা পড়ে মনে হচ্ছে, আপনার খাদ্যনালিতে কোনো সমস্যা থাকতে পারে। এটি বোঝার জন্য একটি ফুল কোলনোস্কপি পরীক্ষার প্রয়োজন হতে পারে। আপনি যে তথ্য দিয়েছেন, তা অপ্রতুল। মলত্যাগ নিয়মিত হয় কি না বা মলের সঙ্গে কখনো রক্ত গিয়েছে কি না, এসব তথ্য পেলে আপনার জিজ্ঞাসার জবাব দেওয়া সহজ হতো। আপনি দ্রুত একজন কলোরেক্টাল সার্জন অথবা একজন জেনারেল সার্জনের শরণাপন্ন হোন।