ছাত্রাবাসের আমরা প্রায় সবাই চর্মরোগে ভুগছি, করণীয় কী?
প্রশ্ন: আমার বয়স ১৮ বছর, পুরুষ। একটা ছাত্রাবাসে থাকি। আমার রুমে আরও চারজন থাকে। আমাদের ছাত্রাবাসের শিক্ষার্থী প্রায় ৩৫০ জন। আমাদের ছাত্রাবাসে স্ক্যাবিস মারাত্মক আকার ধারণ করেছে। প্রায় সব ছেলেরই চুলকানির সমস্যা। পারমেথ্রিন-জাতীয় লোশন ব্যবহার করেও অনেকে কোনো ফল পাচ্ছে না। এখন আমাদের করণীয় কী?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ: চর্মরোগ থেকে ভালো থাকতে সবার আগে দরকার পরিচ্ছন্নতা ও সচেতনতা। আপনার ছাত্রাবাসের চর্মরোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত দ্রব্যাদি, যেমন গামছা, লুঙ্গি, বিছানা, বিছানার চাদর ও পোশাক অন্যজন ব্যবহার করা থেকে বিরত থাকুন। রুমের সবাই নিজেদের জামাকাপড়, বিছানার চাদর, বালিশের কভার সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। পারমেথ্রিন ওষুধের পাশাপাশি চুলকানিনাশক মলম ব্যবহার এবং চুলকানির ট্যাবলেট খেতে হবে। গোসলের সময় বিশেষ ধরনের সাবান ব্যবহার করুন। আক্রান্ত স্থান নখ দিয়ে চুলকানো যাবে না।
পরামর্শ দিয়েছেন—ডা. কামরুল হাসান চৌধুরী, চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন, কনসালট্যান্ট, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা।