লোহার আঘাতে তর্জনীর লিগামেন্টের কিছু অংশ শক্ত হয়ে গেছে, কী করব?

পরামর্শ দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের জয়েন্ট ও অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. কাজী শহীদ-উল আলম

ছবি: পেক্সেলস

জিজ্ঞাসা: ২০১৯ সালে লোহার সঙ্গে আঘাত পেয়ে আমার ডান হাতের তর্জনীতে ব্যথা পাই। তারপর ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, নানা ধরনের ওষুধ খেয়েছি। কিন্তু চিকিৎসকেরা খুব একটা গুরুত্ব দেননি, তবে ব্যথাটা রয়ে গেছে। মাঝেমধ্যে যখন হাত দিয়ে ভারী কোনো কাজ করি, তখন ব্যথা হয়। আমি খেয়াল করে দেখেছি, লোহার আঘাতের ফলে আমার হাতের তর্জনীর লিগামেন্ট কিছুটা জায়গাজুড়ে শক্ত হয়ে গেছে। এ অবস্থায় আমার কী করা উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: আপনার বর্ণনা পড়ে মনে হচ্ছে, হাতের অস্থিসন্ধির নড়াচড়া কমে গেছে। আঘাত পাওয়ার পর হাত নাড়াচাড়া কম করার ফলে এমন হতে পারে। এখন আঘাতপ্রাপ্ত হাতের অ্যান্টেরো-পোস্টেরিওর ভিউ (এপি), অব্লিক ভিউ এক্স-রে করে দেখা জরুরি। এরপর একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাঁর নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিন। আপাতত দিনে ৪ বার ১৫ মিনিট সময় হাত মুঠো করা ও খোলার ব্যায়াম করে দেখতে পারেন। এতে কিছুটা উপশম হবে বলে আশা করি।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা ডাকযোগে: প্র অধুনা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ ই–মেইল: [email protected] (সাবজেক্ট হিসেবে লিখুন: স্বাস্থ্য জিজ্ঞাসা) ফেসবুক পেজ: fb.com/Proadhuna