২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এইচআইভি ভাইরাসের সংস্পর্শে আসার কত দিন পর টেস্ট করাতে হবে

পরামর্শ দিয়েছেন ঢাকার  ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. শংকর নারায়ণ দাস

প্রশ্ন: এইচআইভি ভাইরাসের সংস্পর্শে আসার কত দিন পর এবং কোন ধরনের টেস্ট করালে টেস্টের রিপোর্ট সঠিক হবে। অনিরাপদ যৌন মিলনের ছয় সপ্তাহ পর টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে কি নিজেকে শতভাগ নিরাপদ মনে করা যায়?

নাম প্রকাশে অনিচ্ছুক

সমাধান: সাধারণত এইচআইভি সংক্রমণের দু-তিন মাসের মধ্যে কিছু কিছু প্রাথমিক লক্ষণ ধরা পড়তে শুরু করে। ব্যক্তিভেদে লক্ষণগুলো আলাদা হতে পারে। আর সংক্রমণের ছয় মাস পর ওয়েস্টার্ন ব্লট টেস্ট করালে টেস্টের রিপোর্ট সঠিক হবে। আপনি ছয় সপ্তাহ পর টেস্টের কথা উল্লেখ করছেন। ছয় সপ্তাহ পর করালে ৯০ শতাংশ ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট পাওয়া যেতে পারে। নিজেকে শতভাগ নিরাপদ মনে করতে হলে ছয় মাস পর টেস্ট করাতে হবে।

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই-মেইল: [email protected] ফেসবুক পেজ: fb.com/Proadhuna

ডাকযোগে: প্র অধুনা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫