মাথাব্যথার সমস্যা কি নাকের বাঁকা হাড়ের কারণে হতে পারে?
পরামর্শ দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হসপিটালের নাক, কান, গলা ও হেড–নেক সার্জন প্রফেসর ডা. এ বি এম খোরশেদ আলম
প্রশ্ন: আমার বয়স ২০ বছর। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় নিশ্বাস নিতে কষ্ট হওয়ায় একজন নাক, কান, গলা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছিলাম। উনি বলেছিলেন, আমার নাকের একটা হাড় বাঁকা, যেটা আমার ১৮ বছর হওয়ার পর অপারেশন করে ঠিক করতে হবে। এখনো সেই অপারেশন করা হয়নি। অনেক বছর যাবৎ আমার এক নাক সব সময় বন্ধ থাকে। সব সময় এক নাক দিয়ে নিশ্বাস নিই। অনেক দিন ধরে খুব মাথাব্যথাও হচ্ছে। মাথাব্যথা হলে বমিভাব থাকে, কোনো খাবার খেতে পারি না। চোখের চিকিৎসক দেখিয়ে চোখের কোনো সমস্যা পাওয়া যায়নি। এই মাথাব্যথার সমস্যা কি নাকের বাঁকা হাড়ের কারণে হতে পারে? কীভাবে মাথাব্যথা থেকে রেহাই পাব, বিশেষজ্ঞের পরামর্শ চাই।
লিজা বিশ্বাস, লালখান বাজার, চট্টগ্রাম
পরামর্শ: মাথাব্যথা নানা কারণে হতে পারে। প্রথমেই এর কারণ খুঁজে বের করতে হবে। নাকের সমস্যার কারণেও মাথাব্যাথা হয়। যেমন, সাইনুসাইটিসের কারণে এটি হতে পারে। নারীদের ক্ষেত্রে মাইগ্রেন, দুশ্চিন্তা, অবসাদ ও বিষণ্নতা মাথাব্যথা হওয়ার অন্যতম কারণ। যদি আপনার নাকের সেকটাম বাঁকা থাকে এবং শ্বাস নিতে কষ্ট বোধ করেন, তাহলে অপারেশনের মাধ্যমে এর চিকিৎসা করতে হবে। তাই খুব দ্রুত নাক, কান ও গলা বিশেষজ্ঞ অথবা স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন এবং চিকিৎসা গ্রহণ করুন।