হাড়েও হতে পারে ক্যানসার

অনেকের ধারণা নেই, হাড়েও হতে পারে টিউমার বা ক্যানসার। হাড়ে অস্বাভাবিক কোষ অতিরিক্ত বাড়তে থাকলে হাড়ে টিউমার হয়। তবে বেশির ভাগ হাড়ের ক্যানসার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। একে বলে মেটাস্টেসিস। আবার অনেক হাড়ের টিউমার বিনাইন বা নিরীহ, মানে প্রাণঘাতী নয়। হাড়ের কিছু ক্যানসার সম্পর্কে জেনে নেওয়া যাক।

প্রাইমারি হাড়ের ক্যানসার

হাড়ের ক্যানসারের উৎপত্তি হাড়ের কোষ থেকেই। যেমন অস্টিওসারকোমা। এটি টিনএজার বা অল্পবয়সীদের হয়। আবার ইউয়িংস সারকোমা ৫ থেকে ২০ বছরের মধ্যে হয় বেশি। কন্ড্রোসারকোমা ৪০ থেকে ৭০ বছর বয়সীদের বেশি হয়।

হাড়ের ক্যানসারের উৎপত্তি হাড়ের কোষ থেকেই। যেমন অস্টিওসারকোমা। এটি টিনএজার বা অল্পবয়সীদের হয়।

সেকেন্ডারি হাড়ের ক্যানসার

যে ক্যানসার অন্য কোনো অঙ্গে হয়ে পরে হাড়ে ছড়িয়ে পড়ে, সেটাই সেকেন্ডারি হাড়ের ক্যানসার। সাধারণত স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, কিডনি বা ফুসফুস ক্যানসার ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি।

হাড় ক্যানসারের ঝুঁকি কী

জেনেটিক বা বংশগত কারণ একটি বড় ঝুঁকি। এ ছাড়া তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন, স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, নির্দিষ্ট কিছু কেমোথেরাপি, হাড়ের রোগ পেজেটস ডিজিজ ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

লক্ষণ কী

আক্রান্ত স্থান ফুলে ওঠে, ব্যথা করে। ফলে নড়াচড়া, হাঁটাচলা দুষ্কর হয়ে পড়ে। জ্বর, ওজন হ্রাস, কাশি ইত্যাদি লক্ষণ। হাড় ক্যানসারে হাড় ভঙ্গুর হয়ে পড়ে এবং সহজেই ভেঙে যায়। অনেক সময় মেটাস্টেটিক ক্যানসারে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পরই আসল ক্যানসার ধরা পড়ে। অনেক সময় লক্ষণ থাকে না। কোনো কারণে কেবল এক্স–রে করার পরেই ধরা পড়ে।

শনাক্ত হয় যেভাবে

রোগীর ইতিহাস ও শারীরিক পরীক্ষার পর ইমেজিং সবচেয়ে কার্যকর পরীক্ষা, যেমন এক্স–রে, প্রয়োজনে সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান, বোন স্ক্যান। সুনিশ্চিত হতে বায়োপসি করার দরকার পড়ে। যদি ক্যানসার অন্যত্র থেকে আসে, তবে প্রাইমারি ক্যানসার শনাক্ত করার জন্য নানা ধরনের পরীক্ষা দরকার হবে।

চিকিৎসা

অঙ্গ সংরক্ষণ অপারেশন: এতে ক্যানসারযুক্ত অংশটি কেটে বাদ দিয়ে আর্টিফিশিয়াল মেটালিক ইমপ্ল্যান্ট বসিয়ে দেওয়া হয়।

অ্যাম্পুটেশন: যদি টিউমার বেশ বড় হয় বা নার্ভ ও রক্তনালি পর্যন্ত পৌঁছে যায়, তবে পুরো অঙ্গ (যেমন হাত বা পা) কেটে বাদ দেওয়া লাগতে পারে।

অস্ত্রোপচারের পর রেডিওথেরাপি বা কেমোথেরাপির দরকার হতে পারে। হাড়ের ক্যানসারের চিকিৎসা নির্ভর করে ধরন ও কোন পর্যায়ে আছে, তার ওপর। সঠিক সময় উপযুক্ত চিকিৎসা নিলে সুফল পাওয়া যেতে পারে।

  • ডা. মো. সিরাজুস সালেহীন, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক অনকোলজি