আলিয়া ভাটের থেকে শিখুন ইয়োগা

সম্প্রতি ‘রাহা’র মা হয়েছেন আলিয়া। তবু ধরে রেখেছেন সুস্বাস্থ্য। তাতে তাঁর শরীর প্রশিক্ষকের কৃতিত্ব তো আছেই। তবে আলিয়ার কৃতিত্বও খাটো করে দেখার সুযোগ নেই। বিশেষ করে বলতে হয় তাঁর যোগাভ্যাস বা ইয়োগার চর্চাকেও। তেমনি ইয়োগার চর্চা চাইলে আপনিও করতে পারেন। কীভাবে করবেন শিখে নিন আলিয়ার থেকেই।

যাঁরা নতুন ইয়োগা করছেন, তাঁদের জন্য আলিয়ার পরামর্শ সহজ আসন দিয়ে শুরু করা। যেমন সুখাসন ও তদাসন। বড়জোর করতে পারেন বলাসন। এগুলোর অনুশীলন আপনাকে ইয়োগার জন্য প্রস্তুত করে তুলবে
ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম থেকে
সুখাসন হলো দুই পা ভাঁজ করে দুই হাত বুকের সামনে জোড়া করে বা হাঁটুতে রেখে বসা
ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম থেকে
আর তদাসন হলো সোজা হয়ে দাঁড়ানো। দুই পায়ের পাতা থাকবে একসঙ্গে। দুই হাত শরীরের সঙ্গে লাগানো থাকবে
ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম থেকে
বলাসনে হাঁটু মুড়ে বসে কপাল সামনে ঝুঁকে মেঝেতে লাগাতে হবে। দুই হাত শরীরের দুই পাশ দিয়ে পেছনে নিতে হবে
ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম থেকে
ইয়োগা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ধারাবাহিকতা। আলিয়া নিজেও প্রতিদিন ইয়োগা করেন। এমনকি ১৫-২০ মিনিট হলেও প্রতিদিন ইয়োগার জন্য বরাদ্দ রাখতে হবে
ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম থেকে
প্রতিদিন ইয়োগা করলেও রোজ রোজ একই আসন অভ্যাস করেন না আলিয়া। অনুশীলন করেন ঘুরিয়ে-ফিরিয়ে। কোনো দিন হয়তো হঠযোগ করলেন, কোনো দিন অষ্টাঙ্গ বিন্যাস, আবার কোনো দিন আয়েঙ্গার ইয়োগা
ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম থেকে
ইয়োগাতে শ্বাসপ্রশ্বাসের ওপর নিয়ন্ত্রণ রাখা ভীষণ জরুরি। তাই এ ব্যাপারে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ আলিয়ার। বিশেষ করে ভাবনা ও উদ্বেগ নিয়ন্ত্রণের জন্য করতে পারেন গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন
ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম থেকে
তবে ইয়োগা করতে গিয়ে অহেতুক চাপ নেওয়ার দরকার নেই। শরীর যেভাবে যতটুকু চায়, সেভাবেই ইয়োগা করুন। আলিয়া নিজেও সেটাই করেন। মনে রাখা জরুরি, ইয়োগা একটা যাত্রা। সেটাকে তার আপন গতিতে চলতে দেওয়া দরকার
ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম থেকে

তথ্যসূত্র: দ্য চ্যানেল ৪৬