সারা বছরই দুই নাক বন্ধ থাকে, এ সমস্যার চিকিৎসা কী
পাঠকের এই প্রশ্নটির উত্তর দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের নাক-কান-গলা রোগবিশেষজ্ঞ ও কনসালট্যান্ট ডা. এম. আর. ইসলামসমস্যা: আমার
বয়স ২৪ বছর। প্রায় পাঁচ-ছয় বছর ধরে আমার নাকে ‘হাইপারট্রপিড ইনফেরিয়র টারবিনেট’-এর সমস্যা। সারা বছরই দুই নাক বন্ধ থাকে। কেবল ড্রপ বা স্প্রে নিলে স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারি। এ সমস্যার স্থায়ী সমাধান বা চিকিৎসা কী?
অমিত বিশ্বাস, বাগেরহাট
সমাধান: বোঝা যাচ্ছে, অনেক দিন ধরে আপনি রোগটিতে ভুগছেন। এ ধরনের রোগ দীর্ঘ মেয়াদে পুষে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচার করিয়ে ফেলা ভালো। অস্ত্রোপচারের মাধ্যমে সমস্যাটি পুরোপুরি নিরাময় করা সম্ভব। নিয়মিত ড্রপ বা স্প্রে ব্যবহার করেন বলে উল্লেখ করেছেন। সাময়িক সমাধান হিসেবে এটি কাজ করলেও দীর্ঘ মেয়াদে ব্যবহার না করাই ভালো। অস্ত্রোপচারের আগপর্যন্ত ড্রপ ব্যবহার না করে স্প্রে ব্যবহার করতে পারেন। যথাসম্ভব ঠান্ডা আবহাওয়া ও ধুলাবালু এড়িয়ে চলতে চেষ্টা করুন।