ডিম্বাশয়ের ক্যানসারের এই লক্ষণগুলো চিনে রাখুন

৮ মে বিশ্বব্যাপী পালিত হয় ডিম্বাশয়ের ক্যানসার দিবস। ডিম্বাশয়ে ক্যানসার জটিল ও ভয়াবহ রোগ। এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং একসময় চিকিৎসার বাইরে চলে যায়। বেশির ভাগ ক্ষেত্রে এই রোগ ধরা পড়ে অনেক দেরিতে। তাই নারীদের এই ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি দরকার।

অধিকাংশ নারীই ডিম্বাশয়ের ক্যানসারের লক্ষণগুলোকে খুবই সাধারণ সমস্যা ভেবে প্রাথমিকভাবে গুরুত্ব দিতে চান না। সে থেকেই ক্যানসার ছড়িয়ে পড়ার ভয় থাকে। ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রোগীর সেরে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

৮ মে বিশ্বব্যাপী পালিত হয় ডিম্বাশয়ের ক্যানসার দিবস
গ্রাফিকস: প্রথম আলো
আরও পড়ুন

যে লক্ষণগুলো ডিম্বাশয়ের ক্যানসারে থাকতে পারে

  • ক্ষুধামান্দ্য।

  • ঘন ঘন প্রস্রাবের চাপ।

  • তলপেটে ব্যথা।

  • অল্প খেলেই ভরপেটের অনুভূতি।

  • ব্লোটিং বা পেট ফাঁপা।

  • পেটে চাকা অনুভব করা।

  • ব্যাকপেইন বা কোমরের নিচের দিকে ব্যথা।

  • কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো ডায়রিয়া।

  • যোনিপথে রক্তপাত।

এই উপসর্গগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

লেখক: সহযোগী কনসালট্যান্ট, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, স্কয়ার হাসপাতাল