শীতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য ফ্লু ও নিউমোনিয়ার টিকা কেন গুরুত্বপূর্ণ?
শীতকাল এলে সিজনাল ফ্লু ও নিউমোনিয়ার মতো সংক্রমণ বেড়ে যায়। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য এই রোগগুলো এ সময় আরও ক্ষতিকর হয়ে ওঠে। তাই শীত আসার আগেই ফ্লু ও নিউমোনিয়ার টিকা নেওয়া গুরুত্বপূর্ণ।
কেন শীতের শুরুতে টিকা নেওয়া উচিত?
রোগ প্রতিরোধ: ফ্লু ও নিউমোনিয়া টিকা শরীরকে এই রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। টিকা নেওয়ার পর আমাদের শরীরে রোগ সৃষ্টিকারী ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে।
গুরুতর জটিলতা প্রতিরোধ: বয়স্ক ব্যক্তি, শিশু, অন্তঃসত্ত্বা ও দীর্ঘস্থায়ী রোগে (ডায়াবেটিস, ক্যানসার, লিভার ও কিডনির জটিলতা, এইডস ইত্যাদি) আক্রান্ত ব্যক্তিদের জন্য ফ্লু ও নিউমোনিয়া গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। টিকা নেওয়ার মাধ্যমে এই জটিলতার ঝুঁকি কমানো যায়।
হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায়: ফ্লু ও নিউমোনিয়ার কারণে প্রায়ই শিশু ও বয়স্কদের হাসপাতালে ভর্তি হতে হয়। টিকা নেওয়ার মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যায়।
অন্যদের রক্ষা: টিকা নেওয়ার মাধ্যমে শুধু নিজেকেই নয়, পরিবারের অন্যান্য সদস্য এবং সমাজের অন্যদেরও এই রোগ থেকে রক্ষা করা যায়।
কারা ঝুঁকিপূর্ণ?
৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি।
শিশু, বিশেষ করে ছয় মাসের কম বয়সী শিশু।
অন্তঃসত্ত্বা নারী।
দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি (যেমন হৃদ্রোগ, ফুসফুসের রোগ, ডায়াবেটিস, দুর্বল রোগ প্রতিরোধব্যবস্থা)।
ফ্লু সিজনে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে এমন ব্যক্তি।
স্বাস্থ্যসেবা কর্মী।
হজযাত্রী, আর্মি বা পুলিশ ব্যারাক, হোস্টেল বা ডরমিটরিতে থাকা ব্যক্তি।
দীর্ঘস্থায়ী যত্নকেন্দ্রে থাকা ব্যক্তি।
দেশে বা বিদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণকারী।
কয়টি ডোজ এবং কখন নেওয়া উচিত?
ফ্লু টিকা: সাধারণত প্রতিবছর একবার ফ্লু টিকা নেওয়া উচিত। শরীরের প্রতিরোধব্যবস্থা পরিবর্তনের কারণে প্রতিবছর ফ্লু ভাইরাসে কিছু পরিবর্তন হয়, তাই প্রতিবছর ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নতুন ফ্লু টিকা নেওয়া জরুরি।
নিউমোকক্কাল টিকা: নিউমোনিয়ার জন্য নিউমোকক্কাল টিকা একবার বা একাধিকবার নেওয়া যেতে পারে। ব্যক্তির বয়স, স্বাস্থ্য ও অন্যান্য কারণের ওপর নির্ভর করে ডোজের সংখ্যা নির্ধারণ করা হয়। এ বিষয়ে টিকাকেন্দ্র বা চিকিৎসকেরা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।
কোথায় টিকা নেবেন?
স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল থেকে ফ্লু ও নিউমোকক্কাল টিকা নিতে পারেন। বর্তমানে আমাদের দেশে ইপিআই কেন্দ্রে ছয় মাস বয়সী শিশুদের নিউমোকক্কাল নিউমোনিয়ার টিকা দেওয়া হচ্ছে।
সতর্কতা
যেকোনো টিকার মতো ফ্লু ও নিউমোকক্কাল টিকারও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। সাধারণত এই পার্শ্বপ্রতিক্রিয়া হালকা (টিকাস্থান লাল হয়ে ফুলে যাওয়া, ব্যথা, কম জ্বর) ও অস্থায়ী হয়।
টিকা নেওয়ার আগে আপনার চিকিৎসককে জানান, আপনি কোনো অ্যালার্জি বা অন্য কোনো রোগে আক্রান্ত কি না।
তীব্র শীত আসার আগেই প্রয়োজন অনুযায়ী ফ্লু ও নিউমোনিয়ার টিকা নিয়ে নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন।