বাংলাদেশে এইচআইভি পরীক্ষায় কতটা গোপনীয়তা রক্ষা হয়?
পাঠকের এই প্রশ্নের উত্তর দিয়েছেন—ডা. মো. কামরুল হাসান চৌধুরী
চর্ম, যৌন, অ্যালার্জি ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন, কনসালট্যান্ট, ল্যাবএইড অ্যাস্থেটিক অ্যান্ড লেজার লাউঞ্জ, ল্যাবএইড লি. (ডায়াগনস্টিকস) কলাবাগান, ঢাকা
প্রশ্ন
বাংলাদেশে কি এইচআইভি পরীক্ষা করা যায়? গেলে গোপনীয়তা কতটা রক্ষা হয়? কারও মধ্যে কী লক্ষণ থাকলে এইচআইভি টেস্ট করতে হয়, দয়া করে জানাবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
বর্তমানে দেশের অধিকাংশ আধুনিক হাসপাতালেই এইচআইভি পরীক্ষা করা যায়। প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই পরীক্ষা করা যায় কি না, তা আমার জানা নেই। তবে সারা দেশে ল্যাবএইডের সব শাখাতেই অত্যন্ত গুরুত্ব ও গোপনীয়তার সঙ্গে এই রোগের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। একই সঙ্গে হাসপাতালগুলোতে দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এই রোগের চিকিৎসাও নিতে পারবেন।
এইচআইভিতে আক্রান্ত হলে শরীরে নানা ধরনের লক্ষণ ও উপসর্গ দেখা দেয়। দ্রুত ওজন হ্রাস, অতিরিক্ত ঘামা, অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা, সারাক্ষণ ক্লান্তি বোধ করা, লিম্ফনোড ফুলে যাওয়া ও মুখের ভেতরে ঘা হওয়ার মতো বিভিন্ন লক্ষণ আছে। কারও ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ডায়রিয়া ও শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে। ত্বকে র্যাশ বা ফুসকুড়ি ওঠা, মানসিক অবসন্নতাও এই রোগের লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে আপনার রোগ সম্পর্কে নিশ্চিত হোন। আশা করি, এতে উপকার পাবেন।