আইইউবিতে উইন্ডো অন কোরিয়া ও কিং সেজং ইনস্টিটিউট
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) চালু হলো ‘উইন্ডো অন কোরিয়া’ ও ‘কিং সেজং ইনস্টিটিউট’–এর কেন্দ্র। এই দুই সংস্থা দক্ষিণ কোরিয়ার ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে। আইইউবির লাইব্রেরিতে একটি ‘উইন্ডো অন কোরিয়া কর্নার’ও স্থাপন করা হয়েছে। এখানে আছে কোরিয়ার ভাষা ও সংস্কৃতিবিষয়ক প্রকাশনা ও অডিওভিজ্যুয়ালের সংগ্রহ।
আইইউবির কিং সেজং ইনস্টিটিউটের পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের জন্য এটা একটা অপূর্ব সুযোগ। উইন্ডো অন কোরিয়া ও কিং সেজং ইনস্টিটিউটে শিক্ষার্থীরা কোরিয়ান ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবে। ৮৪টি দেশে ২৪৪টা কিং সেজং ইনস্টিটিউট আছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বাড়াতে কাজে আসবে। এখন সরাসরি কোরিয়ান ভাষাভাষীদের কাছ কোরিয়ান শেখার সুযোগ হবে। আইইউবির শিক্ষার্থীদের পাশাপাশি সবার জন্যই এই সুযোগ উন্মুক্ত।’ জানা গেল, কোরিয়াবিষয়ক পড়াশোনা ও গবেষণার জন্য এখানে আছে প্রায় তিন হাজার বই।
উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন, আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুল হাই সরকার, আইইউবির উপাচার্য তানভীর হাসান, সহউপাচার্য নিয়াজ আহমেদ খান এবং কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মিলিয়ন পার্ক।