সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকেরা এসেছিলেন যে আয়োজনে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বসেছিল এই মিলনমেলা
ছবি: সংগৃহীত

না শীত না গরম—এমনই ফুরফুরে হেমন্তের সকালবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বসেছিল এক মিলনমেলা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে দেশের ৬৪ জেলা থেকে আগত স্বেচ্ছাসেবকদের নিয়ে এ আয়োজন হয়েছে ৫ ডিসেম্বর। বর্ণিল বেলুনে সাজানো ফটক পেরিয়ে মূল মিলনায়তনে ঢোকার মুখে সবার হাতে দেওয়া হয়েছে একটি করে জাতীয় পতাকা, আর একই রকম টি-শার্ট। সঞ্চালক তো ছিলেনই, শ্রবণপ্রতিবন্ধী স্বেচ্ছাসেবকদের জন্যও ছিল সাংকেতিক ভাষায় উপস্থাপনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন ভলান্টিয়ার অপরচুনিটিজ (ভিও) ও স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ বাংলাদেশের (ডিএসও) যৌথ উদ্যোগে হয় এ আয়োজন। ভিএসও বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর খবিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়।

স্বেচ্ছাসেবকদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, ঢাকার ব্রুনেই হাইকমিশনার মি. হারিস ওথমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহ-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. আ হামিদ খান এবং জিআইজেড বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ হামিদুল ইসলাম চৌধুরী।

আলোচনা থেকে শুরু করে পরিবেশবিষয়ক প্রবন্ধ উপস্থাপন, দেশাত্মবোধক গানের সঙ্গে নাচ ইত্যাদি উঠে আসে অনুষ্ঠানে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যাঁরা দেশ গঠনে বিশেষ অবদান রাখছেন, সব শেষে ছিল তাঁদের জন্য সম্মাননা স্মারক ও পুরস্কার—‘ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৩’। স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবক মিলে মোট ২০ জন পান এ পুরস্কার।

কয়েক স্বেচ্ছাসেবকের সঙ্গে আলাপ হলো। পিরোজপুরের হাতেখড়ি ফাউন্ডেশন থেকে এসেছেন আবদুল্লা আল অভি। মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদের তীরবর্তী জেলেপল্লির শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করছেন তাঁরা। সাতক্ষীরার তালা উপজেলা থেকে এসেছেন মো. আল ইমরান খান, গড়েছেন ‘গ্রিন ম্যান’ নামের একটি সংঘটন। ২০১৭ সাল থেকে কাজ শুরু করা এ সংঘটন যুব উন্নয়ন, পরিবেশ ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করছে। ৩৩টি পরিবারে সৌরবিদ্যুতের ব্যবস্থা, ১২টি পরিবারে টিউবওয়েল, এতিম শিশুদের জন্য ঈদ উপহার, বৃক্ষরোপণ ও স্কুলে স্কুলে ‘এসো বই পড়ি’ নামে নিয়মিত কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।

নারায়ণগঞ্জের গাজী আশিকুল ইসলাম ও নওশাদ হোসেন জানান, তাঁদের সংগঠনের নাম ‘স্প্রিং টাইম ক্যাম্প’। তারুণ্যকে তুলে ধরতেই ‘স্প্রিং’ বা বসন্ত শব্দটি বেছে নিয়েছেন তাঁরা। ১৩৫ জনের বেশি সদস্যের এ সংঘটন কাজ করছে বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশের সবুজায়ন ও নিরাপদ সড়ক নিয়ে। এই দলের নারী সদস্যরাও গ্রামীণ নারীদের পিরিয়ড–সচেতনতায় কাজ করেন।

নোয়াখালী থেকে এসেছেন ফাহিদা সুলতানা, কাজ করছেন নারীর সহিংসতার বিরুদ্ধে। তাঁর সংগঠনের নাম ‘সার্ভিস ফর হিউম্যান বিয়িং’। কারাতে প্রশিক্ষণও দেন এই স্বেচ্ছাসেবক।

সারা দেশ থেকে আসা তরুণদের কত রকম কাজ! উদ্যমী এই তরুণদের মিলনমেলা আদতে একে অপরকে অনুপ্রাণিত করার আয়োজনও।