ছবিতে দেখুন ২৫ বছরের ৫০ নকশা

২৫ বছরে নকশায় প্রকাশিত হয়েছে নানা ধরনের প্রতিবেদনছবি: প্রথম আলো গ্রাফিকস

২৫ বছর ধরে প্রথম আলোর সঙ্গে প্রকাশিত হচ্ছে ‘নকশা’। দেশের জনপ্রিয় মডেল, তারকারা ছাড়াও ‘নকশা’র প্রচ্ছদে এসেছেন সাধারণ পাঠক। ২৫ বছরের যাত্রায় ‘নকশা’কে নানাভাবে, বিভিন্ন প্রতিবেদনে পরামর্শ ও সহায়তা দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় রূপবিশেষজ্ঞ, ডিজাইনার, অন্দরসজ্জাবিদ, রন্ধনবিদেরা। প্রকাশিত হওয়ার পর জনপ্রিয়তা পেয়েছে বা আলোচনায় এসেছে, ‘নকশা’র এমন ৫০টি প্রচ্ছদ তুলে ধরা হলো এখানে।

১৯৯৮ সালের নকশা
ছবি: নকশা

প্রথম নকশার প্রচ্ছদ। জিনস নিয়ে করা এই প্রতিবেদনে মডেল হয়েছিলেন অভিনেত্রী শম্পা রেজা, মডেল ফয়সাল, পনির প্রমুখ।

১৯৯৮ সালের নকশা
ছবি: নকশা

এটি ছিল দ্বিতীয় নকশা। বিভিন্ন সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করেই অভিনেত্রী মৌসুমী নির্বাচন করেন পোশাক—প্রতিবেদনটি ছিল সেই বিষয়েই।

১৯৯৯ সালের নকশা
ছবি: নকশা

১৯৯৯ সালের নকশার প্রচ্ছদ প্রতিবেদন।

২০০০ সালের নকশা
ছবি: নকশা

সে সময়ের শাড়ি পরার স্টাইল ধরে করা প্রচ্ছদ প্রতিবেদন।

২০০০ সালের নকশা
ছবি: নকশা

মেরিল নিয়ে এটি ছিল নকশার প্রথম আয়োজন। মেরিল–প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসা তারকাদের সাজপোশাক তুলে ধরা হয় এই নকশায়।

২০০১ সালের নকশা
ছবি: নকশা

বৈশাখ উপলক্ষে সোনার গয়না নিয়ে এটি ছিল নকশার বিশেষ আয়োজন। মডেল হয়েছিলেন অভিনেত্রী বিপাশা হায়াত ও মডেল তিন্নি (পরে মারা গেছেন)। প্রতিবেদনটি প্রকাশের পর প্রশংসিত হয়েছিল পাঠকদের মধ্যে।

২০০২ সালের নকশা
ছবি: নকশা

অভিনেত্রী ববিতার স্টাইল ও ফ্যাশন নিয়ে প্রকাশিত প্রতিবেদন।

২০০২ সালের নকশা
ছবি: নকশা

অভিনেত্রী নিমা রহমান নিজের অন্দরসজ্জা তুলে ধরেন এই প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রকাশের পরপরই আমরা বেশ ইতিবাচক সাড়া পেয়েছিলাম পাঠকদের কাছ থেকে। আধুনিক অন্দর নিয়ে এত গোছানো ও সুন্দর প্রতিবেদন আগে কখানো দেখা যায়নি বলে জানিয়েছিলেন অসংখ্য পাঠক।

২০০৩ সালের নকশা
ছবি: নকশা

সে সময়ের ব্লাউজের নকশা তুলে ধরা হয় নকশার প্রচ্ছদ প্রতিবেদনে।

২০০৪ সালের নকশা
ছবি: নকশা

অভিনেত্রী অপি করিম এই প্রচ্ছদের মডেল হয়েছিলেন।

২০০৫ সালের নকশা
ছবি: প্রথম আলো

চারুকলার সামনে বসে থাকা দাদুর তৈরি গয়না নিয়ে করা হয়েছিল প্রচ্ছদটি। বেশ সাড়া পেয়েছিল প্রতিবেদনটি।

মঙ্গা এলাকার মানুষকে সহায়তা করার জন্য ২০০৫ সালে এই প্রচ্ছদ প্রতিবেদনটি করা হয়েছিল। প্রতিবেদনটি প্রকাশের পর অনেকেই সহায়তার জন্য এগিয়ে এসেছিলেন।

২০০৫ সালের নকশা
ছবি: নকশা
২০০৬ সালের নকশা
ছবি: নকশা

অভিনেত্রী জয়া আহসান ও সংগীতশিল্পী তাহসান ভালোবাসা দিবস উপলক্ষে একটি নাটকে কাজ করার পর ব্যাপক জনপ্রিয়তা পান। পরে এই দিবস ধরেই তাঁদের দুজনকে নিয়ে নকশায় করা হয় বিশেষ প্রচ্ছদ প্রতিবেদন।

২০০৭ সালের নকশা
ছবি: প্রথম আলো

২০০৭ সালে আয়োজন করা হয় নকশার প্রথম মিলনমেলা। সেই অনুষ্ঠানের সারমর্মই তুলে ধরা হয়েছিল এই নকশায়।

২০০৮ সালের নকশা
ছবি: নকশা

বিয়েতে সাদা জামদানি পরার চল তখন একদমই ছিল না। হাতে গোনা কয়েকজন সাহস নিয়ে হালকা রঙের শাড়ি হয়তো পরেছেন কদাচিৎ। নকশায় সাদা শাড়ির এই কনে রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন অগণিত পাঠক।

২০০৯ সালের নকশা
ছবি: নকশা

স্বাধীনতা দিবস উপলক্ষে করা নকশার প্রচ্ছদ।

২০০৯ সালের নকশা
ছবি: নকশা

ঈদ উপলক্ষে করা বিশেষ প্রচ্ছদ প্রতিবেদন।

২০১০ সালের নকশা
ছবি: নকশা

ঈদের প্রচ্ছদে নকশা তুলে ধরেছিল নুসরাত ইমরোজ তিশার সাজ।

২০১০ সালের নকশা
ছবি: নকশা

এই নকশাও বেশ সাড়া পেয়েছিল প্রকাশিত হওয়ার পর।

২০১১ সালের নকশা
ছবি: নকশা

রিকশাচিত্র নিয়ে নকশার করা বিশেষ প্রতিবেদন। এ সময় রিকশাচিত্র রিকশার কাঠামো থেকে বের হয়ে অন্দরে ও ফ্যাশনে প্রবেশ করে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

২০১২ সালের নকশা
ছবি: নকশা

ঈদের পোশাক পরে ক্রিকেটার সাকিব আল হাসান এসেছিলেন নকশার প্রচ্ছদে।

২০১২ সালের নকশা
ছবি: নকশা

পূজার রেসিপি নিয়ে করা বিশেষ প্রতিবেদন।

২০১৩ সালের নকশা
ছবি: নকশা

পূজা উপলক্ষে অভিনেত্রী অপু বিশ্বাসকে উপস্থাপন করা হয়েছিল একদম ভিন্নরূপে। প্রতিবেদনটি প্রকাশের পর পাঠকেরা বেশ প্রশংসা করেছিলেন। অনেকে প্রথমে অপুকে চিনতেই পারেননি।

২০১৪ সালের নকশা
ছবি: নকশা

সুচিত্রা সেন মারা যাওয়ার পর তাঁর সাজপোশাক থেকে অনুপ্রেরণা নিয়ে করা হয়েছিল প্রতিবেদনটি।

২০১৫ সালের নকশা
ছবি: নকশা

‘শেষের কবিতা’ উপন্যাসের লাবণ্য–কেতকীর সে যুগের সাজপোশাকে সাজানো হয়েছিল এ যুগের নারীকে। লাবণ্য–কেতকীর এই সাজ পছন্দ করেছিলেন পাঠকেরা। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর আমরা বেশ ইতিবাচক সাড়া পেয়েছিলাম।

২০১৬ সালের নকশা
ছবি: নকশা

ইউক্রেনের মডেল লুবোভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এসেছিলেন নকশার প্রচ্ছদে।

২০১৬ সালের নকশা
ছবি: নকশা

পূজা উপলক্ষে করা নকশার প্রচ্ছদ প্রতিবেদন। মডেল হয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

২০১৬ সালের নকশা
ছবি: নকশা

দাওয়াতে নতুন বউ কীভাবে সাজবেন, দেখিয়েছিলেন অভিনেত্রী বিন্দু।

২০১৭ সালের নকশা
ছবি: নকশা

নকশার বিয়ে উৎসবে শো স্টপার হিসেবে মঞ্চে উঠেছিলেন অভিনেত্রী মৌসুমী।

২০১৭ সালের নকশা
ছবি: নকশা

ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নকশার প্রচ্ছদে এসেছিলেন জামদানি শাড়ি পরে।

২০১৭ সালের নকশা
ছবি: নকশা

ছেলেদের পোশাক নিয়ে করা নকশার বিশেষ প্রতিবেদন।

২০১৮ সালের নকশা
ছবি: নকশা

লুঙ্গির নানা স্টাইল নিয়ে নকশার প্রচ্ছদ প্রতিবেদন। এটি প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পাওয়া গিয়েছিল।

২০১৮ সালের নকশা
ছবি: নকশা

ফ্রিদা কাহলোর স্টাইল নিয়ে লেখা এই প্রতিবেদন প্রশংসিত হয়েছিল পাঠকমহলে।

২০১৮ সালের নকশা
ছবি: নকশা

বৈশাখের নানা কাটের পোশাকে অভিনেত্রী জয়া আহসান নকশার প্রচ্ছদে মডেল হয়েছিলেন। প্রতিবেদনটি বেশ সাড়া ফেলেছিল।

২০১৮ সালের নকশা
ছবি: নকশা

বসন্তের ফুল নিয়ে নকশার প্রচ্ছদ প্রতিবেদনে অভিনেত্রী নাবিলা। এই ছবিগুলো সে সময় বেশ প্রশংসিত হয়েছিল।

২০১৮ সালের নকশা
ছবি: নকশা

বর্ষা নিয়ে করা নকশার বিশেষ প্রচ্ছদ প্রতিবেদন।

২০১৯ সালের নকশা
ছবি: নকশা

বৈশাখ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের টিকইল গ্রামে গিয়ে ফটোশুটটি করা হয়েছিল। পুরো আয়োজনের কারণেই এটি একটি বিশেষ সংখ্যা হয়ে থাকবে।

২০১৯ সালের নকশা
ছবি: নকশা

নকশার এই পুরো সংখ্যাটি করা হয়েছিল আম নিয়ে। এ কারণেই এটি বিশেষ ছিল।

২০১৯ সালের নকশা
ছবি: নকশা

ইলিশ মাছের রেসিপি দিয়েছিলেন অভিনেতা আরেফিন শুভ।

২০১৯ সালের নকশা
ছবি: নকশা

২০১৯ সালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করা বিশেষ নকশা। নকশার কারণে যাঁরা পরিচিতি পেয়েছেন, তাঁদের নিয়েই করা হয়েছিল প্রতিবেদনটি।

২০২০ সালের নকশা
ছবি: নকশা

বাংলাদেশে করোনা মহামারির সময়ে বাড়ির বাইরে বের হওয়ার নিষেধাজ্ঞা দেওয়ার পর নকশাটি প্রকাশিত হয়। পাশাপাশি বাড়িতে বসে মনকে সুস্থ ও সজীব রাখার জন্যই নানা রকম তথ্য তুলে ধরা হয়েছিল সে বছরের নকশাগুলোয়।

২০২০ সালের নকশা
ছবি: নকশা

করোনার সময় অনেক ধরনের চলতি ধারা চলছিল। তার মধ্যে একটি ছিল বিখ্যাত ব্যক্তিদের সাজ অনুকরণ করা। অনেকে সাজতে শুরু করেছিলেন তাঁদের মতো করে।

২০২০ সালের নকশা
ছবি: নকশা

২০২০ সালে ঈদের দিনের জন্য নানা রকম মিষ্টি বানিয়ে নকশার পাঠকদের জন্য রেসিপি দেন অভিনেত্রী মেহজাবীন।

২০২১ সালের নকশা
ছবি: নকশা

কান চলচ্চিত্র থেকে আসার পর বাঁধন নকশার সঙ্গেই প্রথম ছবি তোলেন। তাঁর সাজপোশাক নিয়েই প্রতিবেদনটি করা হয়েছিল।

২০২১ সালের নকশা
ছবি: নকশা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটি নকশার বিশেষ প্রচ্ছদ প্রতিবেদন ছিল। ডিজাইনার তেনজিং চাকমার নকশা করা পোশাক পরেছিলেন মডেলরা। রাঙামাটিতে গিয়ে করা হয়েছিল এই শুটটি।

২০২২ সালের নকশা
ছবি: নকশা

মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের পর তারকাদের সাজপোশাক তুলে ধরা হয় ২০২২ সালের এই নকশায়।

২০২২ সালের নকশা
ছবি: নকশা

ঈদের সময় অভিনেতা নিশো নানা নকশার পাঞ্জাবি পরেছিলেন।

২০২২ সালের নকশা
ছবি: নকশা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করা নকশার বিশেষ প্রচ্ছদ প্রতিবেদন। খুলনার মোংলা বন্দরের ভেতরে গিয়ে করা এই শুটটিতে বিদেশের দামি দামি ব্র্যান্ডের শীতপোশাক তুলে ধরা হয়েছিল।

২০২৩ সালের নকশা
ছবি: নকশা

এ বছরের ঈদের ফ্যাশন তুলে ধরেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

২০২৩ সালের নকশা
ছবি: নকশা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের প্রকাশিত নকশা।