চুল পড়ছে, কী করব

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন, কনসালট্যান্ট ডা. কামরুল হাসান চৌধুরী

চুল পড়া কমাতে নিতে হবে যত্নছবি: প্রথম আলো

প্রশ্ন: আমি একজন নারী, বয়স ২১ বছর। চার বছর আগেও আমার স্বাভাবিকভাবে চুল পড়ত। কিন্তু এর পর থেকে অকারণে প্রচুর চুল পড়তে থাকে। শুরুতে বিষয়টি সেভাবে পাত্তা দিইনি। কিন্তু এখন আর না দিয়ে পারছি না। মাথা প্রায় ফাঁকা হয়ে গেছে। চুলে শ্যাম্পু করার সময়, চুল মোছার সময়, আঁচড়ালে, চুলে হাত দিলে এমনকি চুল শুকানোর জন্য ছেড়ে রাখলেও পড়তে থাকে। আমার মাথায় হালকা খুশকি আছে, কিন্তু শ্যাম্পু করলেও যাচ্ছে না। এভাবে চুল পড়া দেখে এখন সারাক্ষণ আমার কাঁদতে ইচ্ছে করে। কোনো তেল আছে কি অথবা অন্য কোনো উপায়?

সাদিয়া

পরামর্শ: চুল পড়ার সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো খুশকির সমস্যা। শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি দেখা দিলেও চুল পড়ে। বিশেষ করে ভিটামিন ডি–এর ঘাটতি দেখা দিলে চুল পড়তে পারে। এ ছাড়া থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত দুশ্চিন্তা ও বংশগত কারণেও চুল পড়তে পারে।

আপনার ক্ষেত্রে ঠিক কোন কারণে চুল পড়ছে, প্রথমে তা নির্ণয় করা জরুরি। আরও আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হতো। অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো সমস্যা বা অসুখ বেশি পুরোনো হলে নিরাময় কিছুটা জটিল হয়ে পড়ে।

চুল পড়া বন্ধ ও পুনরায় চুল গজানোর জন্য বেশ কিছু কার্যকর চিকিৎসাপদ্ধতি প্রচলিত রয়েছে। অনেক বছর ধরে চিকিৎসকেরা এসব পদ্ধতিতে রোগীদের সেবা দিয়ে থাকেন। তাই আপনার জন্য পরামর্শ হলো, দ্রুত এমন একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন, যিনি একই সঙ্গে চুলের সমস্যার সেবাও দিয়ে থাকেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চললে আশা করি উপকার পাবেন।

আরও পড়ুন