জুনে আর্কা ফ্যাশন উইক

গত বছর হওয়া আর্কা ফ্যাশন উইকের একটি অংশ
ছবি : সংগৃহীত

তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্কা ফ্যাশন উইক। এ বছর দুটি আসরের আয়োজন করা হবে, যার প্রথম আসর বসবে আগামী জুনে। এটি হবে ‘আর্কা ফ্যাশন উইক সামার ২০২৪’। গত ১১ মে সাংবাদিক ও আয়োজকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার।

আয়োজক তাহসিন এন চৌধুরী বলেন, এবার তাঁরা দেশীয় ডিজাইনার এবং উদ্যোক্তাদের বেশি উৎসাহিত করছেন। দেশজ আঙ্গিকে তৈরি পোশাকের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে পরিচিত করাতে, সুযোগ দিতে এ আয়োজন কার্যকরী হবে বলে তিনি জানান।

আর্কা ফ্যাশন উইকের মূল উদ্দেশ্যই হচ্ছে পোশাক রপ্তানিকারক থেকে ফ্যাশন রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের উন্নীত হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। আমাদের ফ্যাশন এবং টেক্সটাইল শিল্পের এই বিবর্তন আমাদের দেশের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি আমাদের অর্থনীতিকে আরও উন্নত করতে সাহায্য করবে বলে মনে করেন আয়োজকেরা। এ ছাড়া বিদেশি বহুজাতিক পোশাক ব্র্যান্ডগুলো এখনো দেশীয় বাজারে জেঁকে বসেনি। তাই এখনই সুবর্ণ সুযোগ দেশীয় পোশাকের বিপ্লব ঘটিয়ে স্বদেশি পণ্য দিয়ে দেশের পোশাক বাজারে শক্ত ভিত গড়ে তোলা।

ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির বয়নশিল্প ও সংরক্ষণবিষয়ক প্রদর্শনী থাকবে এবারের মূল আকর্ষণ।

আগামী জুনের মাঝামাঝি আর্কা ফ্যাশন উইকের কার্যক্রম অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে আয়োজন। প্রথম দিন বাদে প্রতিদিন চারটি ফ্যাশন শো অনুষ্ঠিত হবে।