প্যারিসে ব্রুকলিন বেকহামদের শোতে অতিথি আজরা মাহমুদ
৩ মার্চ, প্যারিসের ঐতিহাসিক লিসে কার্নো স্কুল। সেখানে অনুষ্ঠিত হয় বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার থিরেরি মুগলারের ফ্যাশন ব্র্যান্ড মুগলার-এ ফল/ উইন্টার ২০২৪-২৫ সংগ্রহের প্রদর্শনী। সেই প্রদর্শনী দেখতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ। এই যাত্রায় আজরার সঙ্গী হয়েছিল তাঁর জীবনসঙ্গী দেওয়ান মুহাম্মাদ সাজিদ আফজাল।