শহরে নেমেছে শীত, দেশি ফ্যাশনে শীতকে টেক্কা দিতে প্রস্তুত তরুণ-তরুণীরাও
‘শীত মানে তো চিড়িয়াখানা চড়ুইভাতি খাওয়া, শীত মানে তো পাহাড় কিংবা সমুদ্দুরে যাওয়া!
শীত মানে তো ঘাসের আগায় শিশির ঝরা দিন, শীত মানে তো ভালো থাকা মনটা রঙিন!’
রিয়াদ হায়দারের এই কবিতার লাইন থেকেই শীতকালের মন-মেজাজ সম্পর্কে ধারণা করা যায়। বেড়ানো, আড্ডা, দাওয়াত, পার্টি, বছরের শেষে দূরে কোথাও থেকে ঘুরে আসা, বিয়ে, স্কুল ছুটির দিন—সব এসে জড়ো হয় এই শীতে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, শুক্রবার থেকে জেঁকে বসতে পারে শীত। এদিকে আজ বৃহস্পতিবার ভোরে শহরবাসীর ঘুম ভেঙেছে তীব্র শীতে। চলুন, এ বছর দেশি ফ্যাশন হাউসগুলোর শীতের সংগ্রহগুলো দেখে নেওয়া যাক।
১ / ১৩
২ / ১৩
৩ / ১৩
৪ / ১৩