রাস্তায় হঠাৎ তোলা ছবির তরুণী ইতিহাস গড়ে হলেন বিশ্বের টপ মডেল
২৭ বছর বয়সী মিসরীয়-সুদানিজ-মার্কিন সুপারমডেল আনক ইয়াই। অনেকে বলেন, আনকই বিশ্বের সবচেয়ে ‘পারফেক্ট’ মডেল। ফ্যাশন ইন্ডাস্ট্রিকে একটা ভিন্ন মাত্রা দিয়েছেন ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার ৫৮ কেজি ওজনের এই মডেল। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক তাঁর নানা তথ্য।
১. ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একজন স্ট্রিট ফটোগ্রাফারের তোলা এক কিশোরীর ছবি হঠাৎ করেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম সারির একাধিক মডেলিং এজেন্সি এই নারীর খোঁজ শুরু করে। তাঁর সঙ্গে চুক্তি করতে চায় তারা। সেদিনের সেই কিশোরীই আজকের সুপারমডেল আনক ইয়াই।
২. আনকের জন্ম ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর মিশরের কায়রোতে এক খ্রিষ্টান পরিবারে। জন্মের পরপরই তাঁর পরিবার সুদানের খার্তুমে চলে যায়। সেখানে কয়েক বছর থেকে তাঁর পরিবার পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে চলে যায়।
৩. আনক তাঁর আফ্রিকান পরিচয়, সংস্কৃতি নিয়ে খুবই গর্বিত। তাঁর মধ্যবিত্ত পরিবারে শিক্ষাকে সব সময় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মা সেবিকা, বাবা চাকরিজীবী। একমাত্র বোন আলিম যুক্তরাষ্ট্রের একটা করপোরেট প্রতিষ্ঠানের ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন।
৪. আনক মডেলিংয়ে বেশ কিছু ইতিহাস গড়েছেন। প্রথম কৃষ্ণাঙ্গ মডেল হিসেবে তিনি ২০১৮ সালে প্রাডার রানওয়েতে হেঁটেছেন। আনকের চূড়ান্ত সফলতার পর মডেলিং ইন্ডাস্ট্রিতে কৃষ্ণাঙ্গ মডেলের ব্যাপক চাহিদা ও গ্রহণযোগ্যতা তৈরি হয়।
৫. আনক যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের প্লাইমাউথ স্টেট ইউনিভার্সিটি থেকে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক করেন।
৬. শ্যানেল, প্রাডা, লুই ভুঁতো, ফেন্ডি, ডিওর থেকে শুরু করে গত ৮ বছরে বিশ্বের প্রথম সারির অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন আনক ইয়াই।
৭. ভোগ, হারপার বাজারসহ বেশ কিছু প্রথম সারির ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা দিয়েছেন আনক।
৮. ২০২৪–এর মেট গালায় সবচেয়ে আলোচিত পোশাকগুলোর একটি আনক ইয়াইয়ের পরনের এই বডি হাগিং গাউন। এটি ৯৮ হাজার ক্রিস্টাল দিয়ে তৈরি।
৯. সৌন্দর্যের ধারণা বদলে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আনক ইয়াই। তবে ব্যক্তিজীবনকে পেশাজীবন থেকে আলাদা, লোকচক্ষুর আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই মডেল।
১০. অনেকেই আনককে বিশ্বের সবচেয়ে সুন্দরী মডেল হিসেবে রায় দিয়েছেন! আনকের বিভিন্ন ছবি বা ভিডিওর নিচে ‘এই সৌন্দর্য পৃথিবীর নয়, অন্য কোনো গ্রহের’, ‘অবিশ্বাস্য, পরাবাস্তব, অনিন্দ্যসুন্দর’—এই ধরনের মন্তব্য চোখে পড়বে হরহামেশাই।
১১. আনক এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী মডেলদের অন্যতম। রানওয়ে, ফটোশুট, বিজ্ঞাপন, এন্ডোর্সমেন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ইত্যাদি নানা ক্ষেত্রে আনকের চাহিদা রয়েছে তুঙ্গে।
১২. অস্কার, কান ইত্যাদি চলচ্চিত্র উৎসব থেকে বিশ্বের প্রথম সারির ফ্যাশন উৎসব সমস্ত গুরুত্বপূর্ণ লালগালিচায় নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করে আনক হয়ে উঠছেন পরিচিত মুখ।
সূত্র: ভোগ ও পিপল