ব্রিটিশ ভোগের ১০৬ বছরের পুরোনো এক নিয়ম ভেঙে দিয়েছেন এই অভিনেতা

নিজের ফ্যাশন ও অভিনয়—দুই দিক থেকে কয়েক বছর ধরে আলোচনায় হলিউডের তরুণ অভিনেতা টেমোথি শ্যালামে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত ৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তো সব নজর কেড়ে নিলেন একাই। এভাবে লাল ব্যাকলেস টপ আর প্যান্ট পরে কোনো পুরুষ তারকা রেড কার্পেটে এমন আত্মবিশ্বাসের সঙ্গে হেঁটেছেন কি না, সেটা নিয়েও কথা হয়েছে বিস্তর। তবে হলিউডের এই অভিনেতা পরের মাসে এসে আরেকটি কাণ্ড ঘটিয়েছেন। যে কাণ্ডের জেরে বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ব্রিটিশ ভোগের ১০৬ বছরের নিয়ম ভেঙে খান খান। কী কাণ্ড ঘটিয়েছেন তিনি, ছবিতে ছবিতে জেনে নিন।

এই পোশাকে ভেনিস চলচ্চিত্র উৎসবে নজর কাড়েন অভিনেতাছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ছবি: টিমোথির ইনস্টাগ্রাম থেকে নেওয়া

একর পর এক অস্কার, গোল্ডেন গ্লোব ও ক্র্যাফট মনোনয়ন পাচ্ছেন অথচ বয়স মাত্র ২৭ বছর। টিমোথি শ্যালামেকে মনে করা হচ্ছে এই সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল অভিনেতা। মাত্র ২০ বছর বয়সে লুকা গোদানিনোর ‘কল মি বাই ইয়োর নেম’-এর কল্যাণে আন্তর্জাতিক খ্যাতি পান অভিনেতা।

ছবি: টিমোথির ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মার্কিন সাময়িকী ‘ফোর্বস’–এর অনূর্ধ্ব-৩০ প্রভাবশালী তরুণের তালিকা এসেছেন আরও চার বছর আগেই। অভিনয় করছেন ‘লেডি বার্ড’, ‘বিউটিফুল বয়’-এর মতো প্রশংসিত ছবিতে। ব্যবসাসফল ফ্যান্টাসি ছবি ‘ডিউন’-এ অভিনয় করেছেন টিমোথি। গত বছর আবারও শ্যালামেকে দেখা গেছে গোদানিনোর নতুন ছবি ‘বোনস অ্যান্ড অল’-এ।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

টিমোথি ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তাঁর নতুন সিনেমা ‘বোনস অ্যান্ড অল’ নিয়ে। ছবিটি সেখানে প্রদর্শনের পর প্রায় ৯ মিনিট ধরে দর্শকেরা দাঁড়িয়ে করতালিসহ অভিবাদন জানান। এরপর থেকে চারদিকে এই ছবির প্রশংসা মিলেছে।

ছবি: ব্রিটিশ ভোগের ইনস্টাগ্রাম থেকে

অভিনয় ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে তাঁর ফ্যাশন নিয়ে কম চর্চা হয় না। বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়েছেন নানা রকম পোশাকে। তবে কয়েক মাস আগে ব্রিটিশ ভোগের এক কট্টর নিয়ম ভেঙে দিয়েছেন এই তরুণ।

ছবি: ব্রিটিশ ভোগের ইনস্টাগ্রাম থেকে

কট্টর নিয়ম বলছি কারণ, ‘ভোগ’ প্রকাশিত হচ্ছে ১০৭ বছর ধরে। এর মধ্যে সময়ের জনপ্রিয় নারীমুখগুলোই জায়গা পান ‘ভোগের’ প্রচ্ছদে। তবে পুরুষেরা যে ‘ভোগের’ প্রচ্ছদে জায়গা পাননি তেমনটা না। তবে যেসব পুরুষ প্রচ্ছদে এসেছেন, তাঁদের সঙ্গে ছিলেন কোনো না কোনো নারী।

ছবি: ব্রিটিশ ভোগের ইনস্টাগ্রাম থেকে

এখানেই নিয়ম ভেঙেছেন টিমোথি। ব্রিটিশ ভোগের গত বছরের অক্টোবর সংখ্যায় এককভাবে প্রচ্ছদ মডেল হয়েছেন টিমোথি শ্যালামে। ম্যাগাজিন প্রকাশের পর ফটোশুট নিয়ে বাহবা পেয়েছেনও অনেক।

ছবি: ব্রিটিশ ভোগের ইনস্টাগ্রাম থেকে

‘ব্রিটিশ ভোগ’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, অভিনয়দর্শনসহ নানা প্রসঙ্গে কথা বলেন টিমোথি শ্যালামে। ক্যারিয়ার নিয়ে অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর উপদেশ মেনে চলেন বলে জানান। ২০২১ সালে ডিক্যাপ্রিওর সঙ্গে বহুল আলোচিত ‘ডোন্ট লুক আপ’ ছবিতে অভিনয় করেন টিমোথি।

ছবি: ব্রিটিশ ভোগ

ভোগের সাক্ষাৎকারে টিমোথি শ্যালামে জানান, ডিক্যাপ্রিও তাঁকে ২০১৮ সালে প্রথমবার দেখা হওয়ার পর বলেছিলেন, ‘মাদক নিয়ো না আর সুপারহিরো মুভি কোরো না।’ সিনিয়রের এই সূত্র যে তিনি নিজের জীবনে চর্চা করেন সে বিষয়েও অকপট।

ছবি: ব্রিটিশ ভোগের ইনস্টাগ্রাম থেকে

টিমোথি নিজের কাজ নিয়ে থাকতেই বেশি ভালোবাসেন। আর তাই হয়তো ৮ থেকে ৮০—সব বয়সের কাছে তিনি হয়ে উঠেছেন কাঙ্ক্ষিত পুরুষ।

সিনেমার জন্য টানা দুই বছর এক দেশে আরেক দেশে ঘুরে গত বছরের শেষদিকে ফিরেছেন ইউইয়র্কে নিজের বাড়িতে।

ছবি: ব্রিটিশ ভোগ

ভোগের সাক্ষাৎকারে টিমোথি বলেন, ‘আমি খুব বেশি রান্না করতে পারি না। তবে নাশতা বানাতে পারি। আর ডেভিলড এগ।’ তবে নানা রকম খাবার খেতে ভালোবাসেন এই অভিনেতা