২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জয়ার কাছে সম্পর্কে সবচেয়ে জরুরি কী

ভারতের মুম্বাইয়ে জয়া আহসান জামদানি শাড়িতেই উদ্‌যাপন করছেন তাঁর প্রথম বলিউড সিনেমা ‘কড়ক সিং’। এই সিনেমায় জয়া পর্দা ভাগ করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও পার্বতীর মতো গুণী অভিনয়শিল্পীর সঙ্গে। সিনেমাতেও জয়াকে বেশি দেখা গেছে শাড়িতে। অন্যদিকে এই সিনেমার প্রচারণায় জয়া একের পর এক ঢাকাই জামদানিতে দেখা দিয়েছেন। সেসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বলিউড সিনেমায় অভিষেকের পর সম্পর্ক, নিজের কাজ, প্রিয়-অপ্রিয় নিয়ে কী বললেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গুণী অভিনেত্রী।

১ / ১৫
জয়ার এই কালো জামদানি তৈরি করেছে থ্রেড বিডি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
দুজন দক্ষ তাঁতির ছয় মাসের নিরলস শ্রমে তৈরি হয়েছে এই শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৫
জয়ার এই কালো শাড়ি পরা ছবির নিচে অনেকেই মন্তব্য করেছেন। কয়েকটা মন্তব্য এ রকম, ‘শাড়িটি সুন্দর, নিঃসন্দেহে। তবে শাড়িটি যিনি পরেছেন, তিনি আরও নিখুঁত সৌন্দর্যের অধিকারী।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
জয়ার শারীরিক সৌন্দর্য আর ফিটনেসের জন্যই নাকি শাড়িটির সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে বলে ঘোষণা দিয়েছেন ভক্তরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
এদিকে ঝলমলে সোনালি জরির কাজ আর সুতার বুটিতে হালকা বেগুনি জামদানিতে জয়াকে দেখাচ্ছে অপরূপ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
এই শাড়িও তৈরি করেছে থ্রেড বিডি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
কাড়াক সিংয়ের প্রচারণায় জয়ার সমস্ত লুকই শাড়ির ফ্যাশনে, ন্যাচারাল, মিনিমালিস্টিক ও জমকালো
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৫
জয়া ‘কড়ক সিং’-এর জন্য একাধিক সাক্ষাৎকার দিয়েছেন মুম্বাইয়ে। ইংরেজি আর হিন্দি ভাষায় সেসব কথোপকথনে উঠে এসেছে নানা বিষয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৫
‘কড়ক সিং’-এ জয়াকে দেখা গেছে দুই সন্তানের বাবা পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকা ‘দ্য আদার উইমেন’রূপে। জয়া জানান, ভালোবাসার সম্পর্ককে কোনো নিয়মে, ছকে বাঁধা যায় না। আর ভালোবাসা সব সময়ই সুন্দর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৫
সম্পর্কে জয়ার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেকোনো সম্পর্কে বন্ধুত্ব সবচেয়ে বেশি জরুরি। আর প্রয়োজন সম্মান ও বোঝাপড়া। এই তিনের সম্মিলনে এক চমৎকার সম্পর্ক গড়ে ওঠে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৫
জয়া জানান, তাঁর অভিনীত প্রিয় কাজগুলোর মধ্যে প্রথমেই থাকবে ‘কড়ক সিং’, তারপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’, এরপর ‘বিজয়া’, ‘বিসর্জন’, ‘গেরিলা’ ও ‘দেবী’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৫
জয়া এ-ও জানান, টালিউডের তুলনায় ঢালিউডে তিনি অধিক বৈচিত্র্যময় চরিত্র পেয়েছেন। কখনো সার্কাসের নারী, কখনো নারী মুক্তিযোদ্ধা, কখনোবা সিরিয়াল কিলার—চরিত্রের এত বৈচিত্র্য তিনি টালিউডে পাননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৫
জয়া মেধায় বিশ্বাসী নন। গুণী এই অভিনেত্রী মনে করেন, তিনি অসম্ভব পরিশ্রমী আর ধৈর্যশীল। পরিশ্রম আর ধৈর্যের ওপর ভর করেই ক্যারিয়ারে এতটা পথ হেঁটেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
বলিউডে বর্তমানে জয়ার প্রিয় অভিনেতা গৌরব আদর্শ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৫
জয়া জানান, তিনি কখনোই অন্য অভিনেত্রীকে তাঁর প্রতিযোগী মনে করেন না বা একাধিক নারী চরিত্র থাকলে ‘ইনসিকিউরিটি’তেও ভোগেন না। বরং ভালো অভিনয় তাঁকে অনুপ্রাণিত করে। তিনিও সেই মানের অভিনয় করতে চান। আর প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে চান
ছবি: ইনস্টাগ্রাম থেকে