২০২৪ সালের ১০ ফ্যাশন ট্রেন্ড
২০২৪ সালে ফ্যাশনের একদিকে যেমন প্রযুক্তি প্রভাব ফেলেছে, অন্যদিকে রেট্রো-ফ্যাশনের হাতছানিও আগ্রাহ্য করা যায়নি। টেকসই ফ্যাশন কথাটা যেমন বারবার উচ্চারিত হয়েছে, তেমনি লাক্সারি, হাই ফ্যাশনও হয়েছে উদ্যাপিত। সব মিলিয়ে নতুন-পুরোনোর মিশেলে ২০২৪ সালের ফ্যাশন-ল্যান্ডস্কেপ ছিল রঙিন, বৈচিত্র্যময়। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক ২০২৪ সালের ১০ ফ্যাশন ট্রেন্ডে।
১. বোহো ফ্যাশন
মহামারিকালের পর থেকেই একটু একটু করে ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তুলে বোহো ফ্যাশন। এই মুহূর্তে পশ্চিমা মূলধারার ফ্যাশনও বোহো ফ্যাশন দ্বারা অনুপ্রাণিত। অন্যদিকে ভারতীয় উপমহাদেশীয় ফ্যাশনের একটা বড় অংশ, বিশেষ করে উৎসবের ফ্যাশনে আগে থেকে স্থায়ী আসন রয়েছে বোহো ফ্যাশনের। আর ট্রাভেল ফ্যাশন তো মূলত বোহো ফ্যাশনই। বোহো ফ্যাশনকে কীভাবে করপোরেট ফ্যাশনে নিয়ে যাওয়া যায়, তাই নিয়ে চলেছে নানা নিরীক্ষা। উজ্জ্বল রং, কুচি, ট্যাসেল, পমপম, সুতা, বোতাম, পুঁতি, সি-শেলস, জামা থেকে বের হওয়া সুতা, তন্তু বা দড়ি, প্রাকৃতিক ফেব্রিক, প্যাচওয়াক, উল ইত্যাদি বোহো ফ্যাশনের উপাদান।
২. কো-অর্ডস
স্টাইলিংয়ে এখন জনপ্রিয় মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম স্টাইল। সেমিফরমাল বা ক্যাজুয়াল লুকের জন্য কো-অর্ডসের তুলনা নেই। কো-অর্ডস মূলত একরঙা বা একই ফেব্রিকের টু পিস সেট। ব্লাউজ আর স্কার্ট, টপ আর প্যান্ট বা কামিজ আর সালোয়ার হিসেবে নানাভাবে স্টাইলিং করে পরা যায়।
৩. পোলো টি-শার্ট
২০২৪–এ ফ্যাশন দুনিয়ায় অ্যাথলেজার ওয়্যারের জনপ্রিয়তা বেড়েছে। এর ভেতর ট্রেন্ডে আছে পোলো টি-শার্ট। ফরমাল ওয়্যার অথচ ক্ল্যাসি, স্পোর্টি আর অভিজাত লুকের পোশাক হিসেবে নারী–পুরুষ উভয়ের কাছেই পোলোর জনপ্রিয়তা বেড়েছে। শার্টের ওপরে, সোয়েটার বা কোটের নিচে পরা যায়।
৪. ধাতব ধারা
পোশাকের রং হিসেবে ট্রেন্ডে যেমন মেটালিক রং উঠে এসেছে, আবার চকচকে মেটালিক ফেব্রিকেও তৈরি হচ্ছে গাউন। সোনালি আর রুপালি ধাতব পোশাক ২০২৪ সালের লালগালিচার ফ্যাশনের অন্যতম হাইলাইটস।
৫. কটেজকোর গাউন
মহামারিকালে নারীদের ভেতর নতুন করে জনপ্রিয়তা পাওয়া, প্রকৃতির ভেতর বেড়ানোর পোশাক কটেজকোর এখন বাংলাদেশেও জনপ্রিয়। কটেজকোর ড্রেসে ফ্লোরাল প্যাটার্নের চলই বেশি।
৬. ট্রেন্ডে টেনিস কোর
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ইউরোপে অ্যাথলেজার ওয়্যারের বিক্রি বেড়েছে ২৩ শতাংশ আর উত্তর আমেরিকায় ২৭ শতাংশ। এর ভেতর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পোলো টি-শার্ট। দ্বিতীয় অবস্থানে রয়েছে টেনিস-কোর ফ্যাশনের মিনিস্কার্ট। টেনিস মিনিস্কার্টের বিক্রি বেড়েছে হু হু করে।
৭. রেট্রো ফুটবল স্নিকার্স, লেদারের লোফার
২০২৪–এর ফ্যাশনে রীতিমতো হিসাব ওলট–পালট করে দিয়েছে ফুটওয়্যারের বাজার। রেট্রো ফুটবল স্নিকার্সের বাজার বেড়েছে ২২৫ শতাংশ। বছরের প্রথম ৮ মাসে লেদারের লোফারের বিক্রি বেড়েছে ২৬ শতাংশ। কমেছে হিল জুতার জনপ্রিয়তা।
৮. ডেনিম
দশকের পর দশক ধরে ট্রেন্ডে রয়েছে জিনস ও ডেনিম। এখন ‘ডেনিম অন ডেনিম’ও চলছে বেশ। তবে নীল, নীলচে সাদা পেরিয়ে ট্রেন্ডে এখন ধূসর ডেনিম।
৯. কুরুচে বোনা পোশাক
নারীদের সমুদ্রভ্রমণের পোশাক হিসেবে কুরুচে বোনা টপ, ব্রালেট থেকে শুরু করে মিডি ড্রেস, গাউনের মতো বোহো ড্রেসিং এখন ট্রেন্ড।
১০. লেপার্ড প্রিন্ট
প্রিন্টের দুনিয়ায় ২০২৪–এ ট্রেন্ডে আছে গ্রাফিক্যাল প্রিন্ট, ষাটের দশকের পলকা ডট আর অ্যানিমেল প্রিন্ট। অনিমেল প্রিন্টের ভেতর লেপার্ড প্রিন্টের চল এখন তুঙ্গে। জুন মাস পর্যন্ত লেপার্ড প্রিন্টের ক্যাজুয়াল প্যান্টের বিক্রি বেড়েছে ৩১৮ শতাংশ। অন্যদিকে লেপার্ড প্রিন্টের টপের বিক্রি বেড়েছে ৮৯ শতাংশ।
সূত্র: হিউরিটেক ও ভোগ