নীলার মাথায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট
এমন একটা দেশের নাম বলো, যেখানে মানুষ নেই। চটপট উত্তর ‘সন্দেশ’। প্রতিযোগী, বিচারক আর উপস্থিত সবাই হেসেই লুটিয়ে পড়লেন। একজন প্রতিযোগীকে জিজ্ঞাসা করা হয়েছে, কেমন লাগছে? উত্তর এল, ‘ঠান্ডা লাগছে একটু (এই পোশাকে)’। প্রতিযোগীর সততায় মুগ্ধ এক বিচারক!
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মানা বে ওয়াটার পার্কে বসেছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত আসর। আলো–ঝলমলে সেই রাতে শাম্মি ইসলাম নীলার মাথায় উঠল মুকুট। তিনিই ভারতে অনুষ্ঠেয় ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রথম রানারআপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা ও দ্বিতীয় রানারআপ শাকিরা তামান্না। একনজরে জেনে নেওয়া যাক, কে এই নীলা।
১ / ১৫
২ / ১৫
৩ / ১৫
৪ / ১৫
৫ / ১৫
৬ / ১৫
৭ / ১৫
৮ / ১৫
৯ / ১৫
১০ / ১৫
১১ / ১৫
১২ / ১৫
১৩ / ১৫
১৪ / ১৫
১৫ / ১৫