পরিষ্কার জামাকাপড়। ইস্তিরি করে রাখা। ইস্তিরির ভাঁজ থেকে সুগন্ধ বেরোচ্ছে ভুর ভুর করে। পরিপাটি ভাঁজ খুলে গায়ে জড়াতেই মন ভালো হয়ে যায়। অনেক সময় মনেই হয় না, এগুলো পুরোনো পোশাক। কয়েক দিনের পরিহিত আধোয়া জামা ধোয়া ও ইস্তিরির পর এমনই নতুনের মতো হয়ে যায়। পরিষ্কার জামাকাপড় যেমন আমাদের মন ভালো রাখে, তেমনি আমাদের অধিকতর সুন্দর ও চৌকস দেখায়। এ তো গেল বাহ্যিক সৌন্দর্যের কথা। পরিচ্ছন্ন পোশাক যে স্বাস্থ্যবিধিরও গুরুত্বপূর্ণ অংশ, তা-ও তো আমাদের অজানা নয়। ময়লা পোশাক বিভিন্ন চর্মরোগের কারণ।
পরিচ্ছন্ন থাকা এবং পরিষ্কার পোশাক পরা গুরুত্বপূর্ণ একটি গুণ। আর এ ক্ষেত্রে নিজের কাপড় নিজে পরিষ্কার করা আরও ভালো গুণ। যদিও নানা কারণে অনেকেরই সেটি করা হয়ে ওঠে না। এ জন্য কাপড় ধোয়ার একটি আলাদা পেশাই তৈরি হয়েছে। তাদের বলা হয় ‘ধোবা’। ব্যঞ্জনবিকৃতি হয়ে যা আমাদের কাছে হয়ে গেছে ধোপা। ধোয়ার পর কাপড় রঞ্জন (রং করা) করত বলে তাঁদের রজক নামেও ডাকা হয়। সে যাক, ধোয়ার পর কাপড় ইস্তিরিও করে দেন তাঁরা। ইস্তিরি শব্দটি পর্তুগিজ ভাষার। পর্তুগিজরাই ইস্তিরি করার চল প্রথম চালু করেছিল। ধোয়া ও ইস্তিরি—পুরো প্রক্রিয়া বোঝাতে ইংরেজিতে ব্যবহৃত হয় ‘লন্ড্রি’ শব্দটি। শব্দটি এসেছে প্রাচীন ফরাসি শব্দ ‘ল্যাভেন্ডারি’থেকে, যার অর্থ, যেখানে কাপড় ধোয়া ও ইস্তিরি করা হয়।
একসময় কাপড় ধোয়ার পুরো কাজটিই করা হতো কায়িক শ্রমের মাধ্যমে। ইলেকট্রিকের যুগ এখন পরিশ্রম থেকে মুক্তি দিয়েছে। তৈরি হয়েছে ওয়াশিং মেশিন। তা-ও কিন্তু আজকালকের কথা নয়। এই ধৌত যন্ত্রের প্রথম পেটেন্ট করা হয় ১৯১০ সালে।
আজ ১৫ এপ্রিল, লন্ড্রি দিবস। ১৯৯০ দশকের শুরুর দিকে দিবসটি চালু হয়। দিনটি কিন্তু পালন করা যেতে পারে। মা, বোন বা স্ত্রীর ওপর চাপিয়ে না দিয়ে নিজে কাঁচতে পারেন নিজের কাপড়। তারপর ইস্তিরি করে, ভাঁজ করে গুছিয়ে রাখতে পারেন আলমারিতে। আজ থেকে গড়ে উঠুক এ অভ্যাস। বছরের বাকি দিনগুলোতেও অভ্যাসটি থাকুক।
সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার