২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

যে রংগুলোতে আপনাকে অভিজাত আর রুচিশীল দেখাবে

কী রঙের ফেব্রিক বা পোশাকে আপনাকে ধনী, মার্জিত আর রুচিশীল দেখাবে, এ জন্য ফ্যাশন ভ্লগগুলোয় এ–জাতীয় ভিডিও দেখা হয়েছে কোটিবার। চট করে দেখে নেওয়া যাক কোন রঙে আপনাকে অভিজাত দেখাবে।
ধনীরা সাধারণত হালকা শেডের রঙের দিকেই হাত বাড়ান
ছবি: ইনস্টাগ্রাম থেকে

১. গোলাপির হালকা শেড

‘রাজকীয়’ রং হিসেবে গোলাপির হালকা শেডের কদর আছে। বিশেষ করে ফ্ল্যামিঙ্গো, বাঙ্গি, বেবি পিঙ্ক, স্যাশন, রোজ, পিচ—এই রংগুলোর দিকে কেন যেন ধনীরাই বেশি হাত বাড়ান। যদিও ফ্যাশনে ‘বার্বিকোর’ একধাক্কায় গোলাপির সবগুলো শেডকে ট্রেন্ডে নিয়ে এসেছে।

‘রাজকীয়’ রং হিসেবে গোলাপির হালকা শেডের কদর আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
গাঢ় আর অভিজাত রঙের ভেতর গাঢ় বেগুনি, বটল গ্রিন, রয়্যাল ব্লু আর মেরুন অন্যতম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সমাজের অভিজাত শ্রেণীতে বটল গ্রীনের একটা ভিন্ন গ্রহণযোগ্যতা আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আম্বানি পরিবারের এই ছবিটি দেখুন। মুকেশ আম্বানির বড় পুত্র আকাশ আম্বানির পরনে বটল গ্রীন পাঞ্চাবি ও কোটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

২. সাদা

মজার ব্যাপার হলো রিফ্রেশিং হোয়াইট থেকে শুরু করে সাদার যতগুলো শেড আছে আইভরি, অফ হোয়াইট, ক্রিম, ভ্যানিলা, পার্ল—সবগুলোতেই আপনাকে অভিজাত দেখাবে।

সাদার শেডগুলোতে আপনাকে দেখাবে অভিজাত
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৩. জেট ব্ল্যাক

কালোর সবচেয়ে গাঢ় টোনটাকে বলে জেট ব্ল্যাক। আপনি যদি খুব বড় কোনো পার্টি বা অনুষ্ঠানে কেবল একটা মিনিমালিস্টিক ফেব্রিকের গাঢ় কালো কুর্তিতে আর ন্যুড মেকআপে উপস্থিত হয়ে যান, তবু দেখা যাবে জমকালো পোশাকের তালিকায় আপনিও আছেন। কালো এখানেই সবাইকে ছাপিয়ে এগিয়ে।

কালোর আরেক নাম আভিজাত্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
অভিজাত লুকের জন্য মেটালিক লুকের বিকল্প পাওয়া ভার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন

৪. বিঞ্জ

বিয়ের পোশাকের রং হিসেবেও ট্রেন্ডে উঠে এসেছে বিঞ্জ। রংটা অনেকটা বালুর রঙের একটা হালকা শেড। এর সঙ্গে সামঞ্জস্য মেলে হালকা ধূসর হলুদ বা হালকা বাদামি রঙের।

অ্যাশ আর সিলভারের এই শেডগুলোতেও আপনাকে দেখাবে ‘ধনী’
ছবি: কজবির হোসেন
বিয়ের পোশাকের রং হিসেবেও ট্রেন্ডে উঠে এসেছে বিঞ্জ

৫. ল্যাভেন্ডার

রোমান সাম্রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তারা বেগুনি রঙের ইউনিফর্ম পরতেন। রানি প্রথম এলিজাবেথ বেগুনি রংকে কেবল রাজপরিবারের সদস্যদের জন্যই আলাদা করে রেখেছিলেন।

বেগুনি, ল্যাভেন্ডার রাজকীয় রঙ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আইন করে রাজপরিবারের বাইরে সাধারণ মানুষদের বেগুনি রঙের পোশাক পরা নিষিদ্ধ করেছিলেন তিনি। সেই বেগুনিরই একটা ‘সুদিং’ ভার্সন হলো ল্যাভেন্ডার। ফ্যাশন–বিশ্বে এ মুহূর্তে যে রংগুলোর চল, তার ভেতর শুরুর দিকে থাকবে ল্যাভেন্ডার।

ট্রেন্ডে থাকা ল্যাভেন্ডার নাকি নারীবাদীদের পছন্দের রঙ
ছবি: প্রথম আলো

অভিজাত লোকেরা সাধারণত হালকা রঙের পোশাকের দিকেই হাত বাড়ান। তবে তাঁরা যে কয়েকটা গাঢ় রংও পরেন, তার ভেতর গাঢ় বেগুনি, বটল গ্রিন, রয়্যাল ব্লু আর মেরুন অন্যতম।

কম যায় না মেরুনও!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন