কে এই মিস্টার ওয়ার্ল্ড মেজিয়া

দশ হাজার দর্শক সামনে, অনলাইনে লাইভ দেখছেন ৩৫ লাখ মানুষ। মিস্টার ওয়ার্ল্ডের ১১তম আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত। হাত ধরে আছেন মিস্টার ওয়ার্ল্ড ভিয়েতনাম ও মিস্টার ওয়ার্ল্ড পুয়ের্তো রিকো। যেকোনো একজন হবেন মিস্টার ওয়ার্ল্ড। বিজয়ীর নাম উচ্চারিত হলো, পুয়ের্তো রিকোর ড্যানিয়েল মেজিয়া রোমেরিও। উল্লাসে ফেটে পড়ল সবাই। কয়েক মুহূর্ত পর দেখা গেল, অন্য প্রতিযোগীরা সবাই বিজয়ী মেজিয়াকে কাঁধে নিয়ে নাচছেন, উদ্‌যাপন করছেন।
১ / ১১
পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো মিস্টার ওয়ার্ল্ডের ১১তম আসর। ৮০টি দেশ থেকে অংশ নেন প্রতিযোগীরা। ভিয়েতনামের ফান থিয়েটে ৪ নভেম্বর মিস্টার ওয়ার্ল্ড ২০২৪–এর বিজয়ী হন পুয়ের্তো রিকোর ড্যানিয়েল মেজিয়া রোমেরিও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১১
ইউটিউবে বিজয়ীর নাম ঘোষণার ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করেছেন, ‘মেজিয়া জয়ী হওয়ায় মনে হচ্ছে অন্যরা আসলেই খুব খুশি। অন্য প্রতিযোগীরা যেভাবে মেজিয়ার বিজয় উদ্‌যাপন করছে, এটাই তাঁর সত্যিকারের অর্জন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১১
আরেকজন লিখেছেন, ‘মেজিয়ার সবচেয়ে শক্তিশালী দিক হলো, সে বন্ধু বানাতে ওস্তাদ। মানুষকে প্রভাবিত করার এই গুণটির জন্যই আজ সে সবাইকে পেছনে ফেলে বিজয়ী।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১১
মিস্টার ওয়ার্ল্ডের বিজয়ী ড্যানিয়েল মেজিয়া ১৯৯৭ সালে পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জন্মগ্রহণ করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১১
মেজিয়ার বাবা পেরুভিয়ান, মা স্প্যানিশ-পুয়ের্তো রিকান। পাঁচ ভাই-বোনের ভেতর তিনি সবার ছোট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১১
২৭ বছর বয়সী ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার মেজিয়া পেশায় সংগীতশিল্পী, মডেল ও ফিটনেস ইনফ্লুয়েন্সার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৭ / ১১
২০১০ সাল থেকে তিনি নাচ ও গানের ভেতর দিয়ে জনপ্রিয়তা পাওয়া শুরু করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১১
ইংরেজি, স্প্যানিশ ও ফরাসি—তিন ভাষায় পারদর্শী মেজিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১১
জাতীয় পোশাক রাউন্ডে ড্যানিয়েল মেজিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১১
৫০ মিটার ফ্রিস্টাইল সুইমিং রাউন্ডে মেজিয়া (মাঝে)
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১১
২০২০ সালে মাকে হারান মেজিয়া। মিস্টার ওয়ার্ল্ডের বিজয়ী হওয়ার পর ইনস্টাগ্রামে লেখেন, ‘আজ মা নিশ্চয়ই দূর থেকে আমাকে নিয়ে গর্বিত।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এদিকে সেরা ৩০–এ শেষ হয় মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ বি প্রসাদ দাসের যাত্রা। মিস্টার ওয়ার্ল্ড ইন্ডিয়া গোকুল গণেশন সেরা ১০–এ স্থান করে নিলেও ছিটকে পড়েন সেরা ৫ থেকে।


সূত্র: টাইমস নাউ

আরও পড়ুন