কে এই মিস্টার ওয়ার্ল্ড মেজিয়া
দশ হাজার দর্শক সামনে, অনলাইনে লাইভ দেখছেন ৩৫ লাখ মানুষ। মিস্টার ওয়ার্ল্ডের ১১তম আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত। হাত ধরে আছেন মিস্টার ওয়ার্ল্ড ভিয়েতনাম ও মিস্টার ওয়ার্ল্ড পুয়ের্তো রিকো। যেকোনো একজন হবেন মিস্টার ওয়ার্ল্ড। বিজয়ীর নাম উচ্চারিত হলো, পুয়ের্তো রিকোর ড্যানিয়েল মেজিয়া রোমেরিও। উল্লাসে ফেটে পড়ল সবাই। কয়েক মুহূর্ত পর দেখা গেল, অন্য প্রতিযোগীরা সবাই বিজয়ী মেজিয়াকে কাঁধে নিয়ে নাচছেন, উদ্যাপন করছেন।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১
এদিকে সেরা ৩০–এ শেষ হয় মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ বি প্রসাদ দাসের যাত্রা। মিস্টার ওয়ার্ল্ড ইন্ডিয়া গোকুল গণেশন সেরা ১০–এ স্থান করে নিলেও ছিটকে পড়েন সেরা ৫ থেকে।
সূত্র: টাইমস নাউ