জর্ডান রাজবধূ কে এই রাজওয়া
১ জুন বিয়ে করেছেন জর্ডানের যুবরাজ হুসেইন বিন আবদুল্লাহ। তিনি জর্ডানের ভবিষ্যৎ বাদশাহ। সে হিসেবে তিনি যাঁকে বিয়ে করেছেন, সেই নারীই হবেন জর্ডানের ভবিষ্যৎ রানি। যাঁর নাম রাজওয়া আল সাইফ। রাজওয়া পেশায় স্থপতি। বাড়ি সৌদি আরব। চলুন ছবিতে ছবিতে জেনে নিই রাজওয়া আল সাইফের নানা তথ্য—