এ সময়ে ছেলেশিশুদের জন্য যেমন শীতপোশাক চাই
ধীরে ধীরে জেঁকে বসছে শীত। এ সময় শিশুর জন্য চাই গরম পোশাক। ভারী শীত ও হালকা শীত মাথায় রেখে বাহারি শীতপোশাক এনেছে বিভিন্ন ফ্যাশন হাউস। পছন্দের রং, ডিজাইন ও মোটিফে সাজানো হয়েছে ছেলেশিশুদের শীতের পোশাক।
রকমারি শীতবস্ত্র
শিশুদের পোশাক নিয়ে কাজ করা দেশীয় প্রতিষ্ঠান ‘শৈশব’–এর প্রধান নির্বাহী সাকিব চৌধুরী বলেন, বরাবরের মতো এবারও শিশুদের আরামের দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। গরম কাপড়ের মধ্যে জ্যাকেট, হুডি, সোয়েটার, সোয়েট শার্ট, ট্রাউজার, লম্বা কোট, কোটি, টুপি ইত্যাদি আছে। নবজাতক থেকে শুরু করে তিন বছরের শিশুদের জন্য আছে নানা রকম বেবি সেট।
বেশির ভাগ শীতের পোশাক মোটা সুতি, নিট কাপড়, সিনথেটিক, উল ও মখমল দিয়ে বানানো। শিশুর গরম কাপড়টি যাতে আরামের পাশাপাশি শীত নিবারণ করতে পারে, সেটি বিবেচনায় রেখেই বানানো হয়েছে। ক্লাবহাউস, টুয়েলভ, রাইজসহ কয়েকটি দোকান ঘুরে দেখা গেল, প্রচলিত শীতপোশাকের পাশাপাশি ফ্লানেলের হুডি ও শার্ট, ডেনিম ও ফোমের জ্যাকেট, ব্লেজার ও স্যুট।
রং ও মোটিফে বৈচিত্র্য
শীতে এবার ছেলেশিশুদের পোশাকে এক রঙের প্রাধান্য লক্ষ করা গেছে। হুডি ও সোয়েটারগুলোয় নানা রকম কার্টুন, ডিজিটাল ছাপ ও প্রাণীর চিত্র আছে। দুই থেকে ছয় বছরের ছেলেশিশুদের শীতবস্ত্রে নীল, হলুদ, লাল, কমলা, সাদার মতো উজ্জ্বল রঙের প্রাধান্য বেশি।
শৈশব হাউসে এবার ফতুয়া স্টাইলের সোয়েটারও চোখে পড়ল। পোশাকের পাশাপাশি আবার নরম মখমল এবং ফোমের তৈরি হালকা রঙের বাহারি কানটুপি, ইয়ার পাফ, মাফলারও পাওয়া যাচ্ছে।
দামদর
ছেলেশিশুদের গরম কাপড়ের বাজার গতবারের তুলনায় কিছুটা চড়া। ৮০০ টাকা থেকে শুরু হচ্ছে ছোট শিশুদের জন্য বেবি সেট। উলের সোয়েটারের দাম ৮০০ থেকে ২ হাজার টাকা। হুডির দাম ৪০০ থেকে শুরু করে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকায় মিলছে সোয়েট শার্ট। ডেনিম ও ফোমের জ্যাকেটের মূল্য ৭০০ থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকা।
মখমলের সোয়েটারের দাম শুরু হয় এক হাজার টাকা থেকে। ট্রাউজার প্যান্টের দাম ৫০০ থেকে ১ হাজার টাকা। অন্যদিকে উলের টুপি, ইয়ার পাফ এবং মখমলের মাফলারগুলোর মূল্য ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। তবে খোলা বাজারে ছেলেশিশুদের এসব শীতবস্ত্রের দাম কিছুটা কম।
কোথায় মিলবে
টুয়েলভ, ক্লাবহাউস, শৈশব, লিটল অ্যাঞ্জেলস, ইনফিনিটি, আড়ং, কিডস ক্লাবে মিলবে শিশুদের গরম কাপড়। এ ছাড়া বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, নূরজাহান মার্কেট, সীমান্ত স্কয়ার, উত্তরার রাজলক্ষ্মী মার্কেট, মিরপুরের বিভিন্ন মার্কেট, গুলশান-২, বনানী, ধানমন্ডিসহ নানা জায়গায় পাওয়া যাবে ছেলেশিশুদের শীতের পোশাক।