৮০ শতাংশ নারী ভুল সাইজের বক্ষবন্ধনী পরেন

নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগোর কারড্রোনা নামক এই জায়গা বিশ্বজুড়ে ‘ব্রা বেড়া’ নামে পরিচিত
ছবি: সংগৃহীত

কয়েক কিলোমিটার জায়গাজুড়ে একটি তারের বেড়া। তাতে ঝুলছে নানা রং, ধরন আর আকৃতির বক্ষবন্ধনী। দুই–চারটা নয়, হাজার হাজার। নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগোর কারড্রোনা নামক এই জায়গা বিশ্বজুড়ে ‘ব্রা বেড়া’ নামে পরিচিত। বক্ষবন্ধনী নারীর অপরিহার্য অন্তর্বাস। গবেষণা বলছে, একজন নারী সারা জীবনে গড়ে ছয় সাইজের অন্তর্বাস পরেন। এদিকে ব্রা ফিটিং–বিশেষজ্ঞরা জানান, প্রায় ৮০ শতাংশ নারী ভুল সাইজের বক্ষবন্ধনী পরেন।

শুধু বক্ষবন্ধনীর কথাই বলা হচ্ছে। আরও কত অন্তর্বাস আছে, সেসব নিয়েও দু–চার কথা হোক।

আরও পড়ুন
নারী-পুরুষভেদে অন্তর্বাসে আছে বিস্তর ভিন্নতা
ছবি: সংগৃহীত

নারী-পুরুষভেদে অন্তর্বাসে আছে বিস্তর ভিন্নতা। নামও যেমন বাহারি, ব্যবহারের বাহারও কম নয়। বিকিনি, কাঁচুলি, ব্রা, প্যান্টি, থং, জি-স্ট্রিং, শেমিজ ইত্যাদি নারীর অন্তর্বাস। পুরুষের ক্ষেত্রে জাঙ্গিয়া, লেঙ্গট, স্যান্ডো গেঞ্জি প্রভৃতি। গোটা দুনিয়ায় অন্তর্বাস নিয়ে আছে নানা মজাদার ঘটনা। ২০১০ সালের জুন মাসে নিউইয়র্কের জ্যাক সিঙ্গার নামের দশ বছর বয়সী এক বালক একসঙ্গে ২১৫ জোড়া অন্তর্বাস পরে বিশ্ব রেকর্ড করেছিল। আগের ২০০ জোড়া অন্তর্বাস পরার রেকর্ড ভেঙে সে এই রেকর্ড করে। প্রাচীন মিসরের শাসক তুতেনখামেনকে নাকি ১৪৫ জোড়া অন্তর্বাসসহ সমাধিস্থ করা হয়েছিল। থাইল্যান্ডে অন্তর্বাস না পরে ঘরের বাইরে যাওয়া আইনত অবৈধ। ইতালির নারীরা নববর্ষ উদ্‌যাপনের দিন লাল অন্তর্বাস পরেন। তাঁরা মনে করেন, লাল অন্তর্বাস আসন্ন বছরে তাঁদের জন্য সৌভাগ্য বয়ে আনবে।

আজ ৫ আগস্ট, অন্তর্বাস দিবস। যুক্তরাষ্ট্রে দিনটি পালিত হয়। দেশটির নিউজার্সিভিত্তিক ‘ফ্রেশপেয়ার’ নামের একটি অন্তর্বাস তৈরি ও বিপণন কোম্পানির উদ্যোগে ২০০৩ সালে এই দিবস চালু হয়।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে