বহুজাতিক প্রতিষ্ঠান কেরিং ২০১৫ সাল থেকেই সংস্কৃতি ও শিল্পকলার ক্ষেত্রে লিঙ্গবৈষম্য তুলে ধরতে এবং চলচ্চিত্র নির্মাণে নারীদের অবদানের ওপর আলোকপাত করতে ওমেন ইন মোশন অনুষ্ঠানটি শুরু করে। কেরিংয়ের চেয়ারম্যান ও সিইও ফ্রাঁসোয়া-অঁরি পিনো কানের এই আয়োজনে পুরস্কার উপস্থাপন করেন
১৩ / ১৬
সালমা হায়েক যে সহজাত সাজেও আকর্ষণীয়, ওমেন ইন মোশন অ্যাওয়ার্ডস: ডোনা ল্যাংলি ফটোকলে এসেও তা প্রমাণ করলেন। গোলাপি পোশাকেও তিনি ছিলেন সপ্রতিভ। ছবিতে ডোনা ল্যাংলির সঙ্গে...ছবি: রংটার্স
১৪ / ১৬
লিপস্টিক আর আইলাইনারের টানে সেজেছিলেন ছিমছামভাবে। চুল ব্লো ড্রাই করে ছেড়ে দিয়েছিলেন। ছিল না তেমন কোনো বালাই। হালকা সাজেই সালমা হায়েক যেন জানিয়ে দিচ্ছিলেন যে কম সাজেও সবার মধ্যমণি হয়ে থাকবেন তিনি।ছবি: রংটার্স
১৫ / ১৬
ও, বয়সটা কত, আন্দাজ করছেন? আসছে শরতে (২ সেপ্টেম্বর) তিনি ছাপিয়ে যাবেন ৫৭। দেখে মনে হয়?ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৬
বয়সের ক্যালেন্ডারে সাত বছর আগে অর্ধ–সেঞ্চুরি হাঁকিয়েও তারুণ্যে পাল্লা দিতে পারবেন ত্রিশের কোঠার তরুণীদের সঙ্গে। কেবল পাল্লা দেবেন কে বলল, দিয়ে বিপুল ভোটে জিতবেনও!ছবি: ইনস্টাগ্রাম থেকে