ইনস্টাগ্রামে পাঁচটি ছবি শেয়ার করে সেরেনা লিখেছেন, ‘আমি নাইকির ডিজাইনার দলের সঙ্গে কথা বলে আমার চূড়ান্ত টুর্নামেন্টের লুক তৈরি করেছি। এমন পোশাক আর জুতা পরেছি, যেটা আমাকে স্বস্তি আর আত্মবিশ্বাস জোগাবে। জুতায় লেখা “মামা” আর “কুইন”। টুটু স্কার্টটি নিউইয়র্কের ফ্লাশিং কোর্টের আকাশে ঝলমলে তারা থেকে অনুপ্রাণিত।’ এর আগে টেনিস কোর্টের কারও মাঠের পোশাকে সোনা, হীরা দেখা গেছে কি না সন্দেহ! অবশ্য সেরেনা বলে কথা। হোক টেনিস কোর্ট, মেট গালার মতো ফ্যাশন উৎসব বা ব্যক্তিগত জীবন—সবখানেই তিনি বাঁধাধরা, ছক–ভাঙা ফ্যাশনে বিশ্বাসী। স্পোর্টস ফ্যাশনে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন তিনিছবি: ইনস্টাগ্রাম থেকে