আপনাদের পোশাকের চেয়ে আমাদের জীবনের দাম কম
বাংলাদেশের তরুণ উদীয়মান সমসাময়িক ফ্যাশন ডিজাইনারদের ভেতর একেবারে শুরুর দিকেই থাকবে সামি আলমের নাম। ফ্যাশনের রাজধানী প্যারিসে ক্যারিয়ার গড়ার হাতছানি উপেক্ষা করে তিনি কাঁধে তুলে নিয়েছেন আড়ংয়ের হারস্টোরির সিনিয়র ডিজাইনারের ভার। কেননা সামির মতে, প্যারিসের চেয়ে ঢাকার তাঁর প্রয়োজন বেশি। ফ্যাশনের রাজধানী প্যারিসকে তাঁর খুব বেশি কিছু দেওয়ার নেই! ফ্রান্সের ইন্টারন্যাশনাল ফ্যাশন একাডেমি, প্যারিস থেকে স্নাতকোত্তর শেষ পর্বের অংশ হিসেবে তিনি ‘ব্লাড, সোয়েট অ্যান্ড টিয়ারস’ শিরোনামে একটা কালেকশন করেন। ন্যূনতম মজুরি বাড়ানোসহ নানান দাবিতে বাংলাদেশের পোশাকশিল্পে যখন টালমাটাল অস্থির অবস্থা বিরাজ করছে, হঠাৎ করেই ছুটি বা বন্ধ ঘোষণা করা হচ্ছে একের পর এক পোশাক কারখানা, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি সংঘাত–ধাওয়া, কাঁদানে গ্যাসের শেলের আঘাতে বা পদদলিত হয়ে পোশাকশ্রমিকের মৃত্যু হচ্ছে, পোশাক খাতে দেখা দিচ্ছে সংকটের শঙ্কা—তখন ফ্যাশনের সেই সংগ্রহটি যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কী ছিল ২০২১ সালের আলোচিত সেই সংগ্রহে?