ফিল্মফেয়ারে জয়া যে গাউনটি পরে গেলেন, সেটিতে কি হীরা বসানো

গাউনটি বাংলাদেশি লাক্সারি ফ্যাশন হাউজ সানায়া কুতুর ব্র্যান্ডের
ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টাও হয়নি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের হাতে উঠেছে ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড (পশ্চিমবঙ্গ)। ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেলেন জয়া। ইতিমধ্যে তাঁর নিয়নরঙা স্লিট গাউন নিয়ে শুরু হয়েছে আলোচনা। গাউনটি নেওয়া হয়েছে বাংলাদেশি লাক্সারি ফ্যাশন হাউস সানায়া কুতুর থেকে। অনেকেই এই ফ্যাশন ব্র্যান্ডের স্বত্বাধিকারী সানায়া চৌধুরীকে ট্যাগ করে ‘বাহ্’, ‘অভিনন্দন’, ‘দারুণ’ লিখে মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন

সানায়ার সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডের জন্য কাছাকাছি নকশার আরেকটি গাউন পছন্দ করেছিলেন জয়া। সেটাকে জয়ার পরামর্শ অনুসারে বদলে কাস্টমাইজড করে এই গাউন তৈরি করা হয়েছে। তিনবারের ট্রায়ালে এসেছে ‘পারফেক্ট বডি হাগিং লুক’। জয়া আহসানের পরনের গাউনটি সম্পর্কে সানায়া বলেন, ‘এই গাউনের কাপড় সিল্ক আর সাটিনের মিশ্রণে করা। ওপরের অংশে যেসব পাথর ব্যবহার করা হয়েছে, সেসব খুবই হাইকোয়ালিটি প্রিমিয়াম ডায়মন্ড কাট স্টোন।’ মূলত জয়া আহসান যেভাবে চেয়েছেন, সেভাবেই হয়েছে।

গাউনটির ওপরের অংশে ব্যবহার করা হয়েছে, হাই কোয়ালিটি প্রিমিয়াম ডায়মন্ড কাট স্টোন
ছবি: সংগৃহীত

প্রথম দিন জয়া আহসান সানায়ার বাড়িতে গাউনটি ট্রায়াল দেন। পরেরবার জয়া যেভাবে চেয়েছেন, সেভাবেই গাউনটি তৈরি করা হয়। সেটা একটু ঢিলেঢালা হওয়ায় আবার ফিটিং করেন। ১৬ মার্চ যেদিন জয়ার ফ্লাইট, সেদিন সকালে গাউনটি জয়ার বাড়িতে পৌঁছে দেন সানায়া। কেবল এই গাউনই নয়, সানায়া কুতুর থেকে মোট চারটি পোশাক নিয়েছেন জয়া।

আরও পড়ুন

গাউনটি যেহেতু আলোচনায় আছে, তাই সানায়ার কাছে জানতে চাইলাম, এ ধরনের একটি গাউনের দাম কেমন? উত্তরে সানায়া বলেন, ‘এটা নির্ভর করে কী ধরনের কাপড় ব্যবহার করা হচ্ছে, আর কী উপাদান ব্যবহার করা হচ্ছে—এমন নানান কিছুর ওপর। জয়ার গাউনটির দাম অনেক বেশি; কেননা সেখানে যে ডায়মন্ড কাটের পাথরগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো খুবই দামি। পাথরগুলোর জন্যই মূলত দাম বেড়ে গেছে।’

অভিনেত্রী নুসরাত ফারিয়াও সানায়ার নকশা করা পোশাক পরেছিলেন
ছবি: সংগৃহীত

সানায়া কতুর মূলত কাস্টমাইজড পোশাক তৈরি করে। এ ক্ষেত্রে ক্রেতার চাহিদা, পছন্দ, রুচিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। গত বছর বাংলাদেশের আরেক অভিনেত্রী নুসরাত ফারিয়াও সানায়ার নকশা করা অলওভার স্টোন বসানো সিলভার বডি হাগিং ট্যাসেল ইভনিং গাউনে দেখা দেন ফিল্মফেয়ার পশ্চিমবঙ্গের আয়োজনে।

আরও পড়ুন