অনন্ত-রাধিকার বিয়েতে পশ্চিমবঙ্গ থেকে কারা গেলেন, পরলেনই-বা কী?

অনন্ত আম্বানি–রাধিকা মার্চেন্টের বিয়েতে অতিথি হলেন কারা?—এই প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখতে হচ্ছে, এই বিয়েতে যাননি কারা? পুরো বলিউড যেন মিলেছে এক ছাদের নিচে। মুম্বাইয়ের জিও কনভেশন হলে ১২ জুলাই থেকে একের পর অনুষ্ঠানে শুধু বলিউড নয়, দুনিয়ার সব তারকার আনাগোনা দেখা যাচ্ছে। আছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা, দক্ষিণী সিনেমার পরিচিত মুখ, ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ ধনকুবের ব্যবসায়ীরা। সে তুলনায় পশ্চিমবঙ্গ যেন খানিকটা পিছিয়ে। বিয়েতে যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দেখা গেছে। তবে ১৪ জুলাই রাতের অনুষ্ঠানে দেখা মিলল পশ্চিমবঙ্গের বেশ কিছু পরিচিত মুখের। কারা ছিলেন এই রাতে, তারই একঝলক দেখুন এখানে।

১ / ১১
অভিনেত্রী রাইমা সেন গিয়েছিলেন মা মুনমুন সেনের গয়না ও শাড়ি পরে। মায়ের গয়না ও শাড়িতে আভিজাত্যই ছড়াতে চেয়েছেন রাইমা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১১
⁠বোনের মতো আম্বানিবাড়ির বিয়েতে গিয়েছিলেন সেনবাড়ির আরেক কন্যা রিয়া সেন। প্রিন্টেড লেহেঙ্গার সঙ্গে চুল খোলা রেখেছিলেন রিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১১
বিয়েবাড়িতে দুই বোনের সেলফি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১১
অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গের নন, বলিউডেরও পরিচিত মুখ। শাশ্বত অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ একের পর রেকর্ড ভাঙছে ভারতে। তাই এ সময় দারুণ আনন্দে দিন কাটাচ্ছেন শাশ্বত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১১
বিয়ের অনুষ্ঠানে শাশ্বত বেছে নিয়েছেন বাঙালির চিরায়ত পোশাক ধুতি–পাঞ্জাবি। এর নকশা করেছেন কলকাতার নামকরা ডিজাইনার অভিষেক রায়। সাদা বেনিয়ান পাঞ্জাবিতে সোনালি সুতা দিয়ে করা হয়েছে নকশা। তার সঙ্গে মিল রেখে ধুতির পাড়ে সোনালি কারুকাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৬ / ১১
অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত হাজির হয়েছিলেন শেষ দিনের আয়োজনে। অভিষেক মজুমদারের স্টাইলিংয়ে সেজেছিলেন এই দুই তারকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১১
নুসরাত পরেছিলেন এশা শেঠি থিরানির আউটফিট। সাদা-সোনালি নকশার এই লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে পরেছেন ইন্ডিয়ান জেম অ‍্যান্ড জুয়েলারির নেকপিস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১১
কুন্দনের হার, দুল ও চুড়ি বেছে নিয়েছেন এই নায়িকা। পায়ে ছিল রোহান অরোরার নকশা করা জুতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১১
অভিনেতা যশ দাশগুপ্ত পরেছিলেন কম্মল অ‍্যান্ড রাতুল সুদের নকশা করা কুর্তি ও লং ওয়েস্টকোট। গাঢ় নেভি ব্লু পোশাকের কলার ও বুকের কাছে একটু চুমকি, পুঁতি ও সুতার কাজ করা। পায়ে কালো নকশা করা লোফার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১০ / ১১
কলকাতার আরেক অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় গেছেন সোনালি লেহেঙ্গা পরে। অভিনয়ের ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও এরই মধ্যে পরিচিতি মিলেছে সুস্মিতার। চুমকি আর দামি পাথরের কাজ করা সেই লেহেঙ্গার সঙ্গে পরেছিলেন জনপ্রিয় গয়নার ব্র্যান্ড বি সি সেন জুয়েলারির গয়না। হাতের ব্যগটি ছিল নজরকাড়া
১১ / ১১
রুক্মিণী মৈত্র ছিলেন সোনালিতে ঝলমলে। রেডি শাড়িতে নজর কেড়েছে তাঁর লতাপাতার নকশা করা আঁচল। কানে পাথরের দুল আর আঙুলে আংটি, এই ছিল গয়না। স্মোকি চোখ আর টেনে বাঁধা চুলে বলিউড সুন্দরীদের সঙ্গে পাল্লা দিয়েছেন রুক্মিণী
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিয়েতে পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে আরও নিমন্ত্রণ পেয়েছিলেন তারকা দম্পতি কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণি গঙ্গোপাধ্যায়। তবে দেশের বাইরে থাকায় বিয়ের আয়োজনে যেতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন তাঁরা। এ ছাড়া অভিনেতা টোটা রায় জামদানির শেরওয়ানি গুছিয়ে রেখেও পরিবারের এক সদস্যের অসুস্থতায় বিয়েবাড়ি যেতে পারেননি বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন