ঝড়–বৃষ্টির তোয়াক্কা না করেই জেন–জির জোয়ার

গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই চারপাশে নেমে এল অন্ধকার। বিকট শব্দে বাজ পড়ল কয়েকবার। তারপরই ঝুমবৃষ্টি। রাজধানীর কারওয়ান বাজার থেকে তেজগাঁও–লিংক রোডে যাওয়ার পথে রাস্তার দুপাশে গরুর হাট। পানিভরা সড়ক। ১৫ মিনিটের রাস্তা ৫০ মিনিটে পাড়ি দিয়ে পৌঁছালাম আলোকি কনভেনশন সেন্টারে। সঙ্গে সঙ্গেই যেন কিছুক্ষণ আগের সব অভিজ্ঞতা ভুলে গেলাম। বাইরের পরিবেশের সঙ্গে ভেতরের কোনো সাদৃশ্যই নেই। ভরসন্ধ্যায় আলোকিতে তখন তারুণ্যের জোয়ার। ঝড়, বৃষ্টি, যানজট, গরুর হাট উপেক্ষা করেই আর্কা ফ্যাশন উইকের দ্বিতীয় আসরের প্রথম দিন লোকে লোকারণ্য। খিদে পেলেই আগতরা ছুটছেন দোতলায়, ফুড কর্নারে। ফ্যাশনের এই নতুন আয়োজন এবার চলবে ১৬ জুন রাত ১০টা পর্যন্ত। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ১৫
ঝড়–বৃষ্টি থামলে পর আলোচিত মডেল হান্ট ‘ফেস অব বাংলাদেশ’–এর বিজয়ীদের নাম ঘোষণা করে স্যাশে পরানো হয়। পুরুষদের মধ্যে জারিফ শাবাব ও নারীদের ভেতর যৌথভাবে বিজয়ী দিল আফরোজ হাসান ও আকলিমা আতিকা। তিনজনই ইতিমধ্যে পেশাদার মডেল হিসেবে কাজ করছেন
ছবি: সংগৃহীত
২ / ১৫
চলতি বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ফেস অব এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই বিজয়ীরা
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১৫
মডেল হান্ট কার্যক্রটি অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় রানওয়ে পরিচালক ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি) তত্ত্বাবধানে। বিচারকের দায়িত্ব পালন করেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, টেক্সটাইল এক্সপার্ট শেখ সাইফুর রহমান, উরফি আহমেদ, রাউলেন লি, চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার কুহু প্লামন্দন, জুরহেমের ক্রিয়েটিভ ডিরেক্টর মেহেরুজ মুনির, আর্কা স্টুডিও ও আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার ও মডেল শিরিন শিলা
ছবি: সংগৃহীত
৪ / ১৫
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন মডেল তানজিয়া মিথিলা, জেসিয়া ইসলাম, ইমি, আজিম–উদ্–দৌলা, ফ্যাশন ডিজাইনার সামি আলমসহ অনেকে
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ১৫
মূল হলটিতে রয়েছে মার্কেট প্লেস। সেখানে ৮০ জন উদ্যোক্তা তাঁদের দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১৫
উদ্যোক্তাদেরও বেশির ভাগ জেন–জি
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৫
কাচের ছাদ দেওয়া গ্রিনহাউসে আয়োজন করা হয়েছে ডিজাইন ল্যাব
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৫
কম দামে ভালো গয়নার অনন্য সংগ্রহের জন্য ঢুঁ দিতে হবে আর্কায়
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৫
নানা উপকরণে তৈরি হয়েছে এসব গয়না
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১৫
ছিল ছবি তোলার জন্য কয়েকটা আকর্ষণীয় ফটো বুথ। সেখানেই ভিড় দেখা গেছে বেশি
ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১৫
নজর কেড়েছে জেন-জি ফ্যাশনিস্তাদের বৈচিত্র্যময় সাজপোশাকও
ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ১৫
আগত দর্শনার্থীদের সিংহভাগই তরুণ। তবে কেনাকাটার চেয়ে ছবি তোলা, আড্ডা দেওয়া, খাওয়াদাওয়া আর ঘুরে দেখার দিকেই তাঁদের ঝোঁক ছিল বেশি
ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৫
ডিজাইন ল্যাবে নিজের পছন্দের টি–শার্ট ও ব্যাগ ডিজাইন করিয়ে নিচ্ছেন ক্রেতারা। অনেকে ব্লক, স্টিকার, স্টেনসিলস ও স্প্রে পেইন্ট দিয়ে নিজেরাই করছেন নকশা
ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৫
পাশাপাশি চলছে টাঙ্গাইল শাড়ির বয়নশিল্পের ওপর এক নান্দনিক প্রদর্শনী। দেয়ালে ছিল খনার বচন
ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ১৫
আজ দ্বিতীয় দিনে থাকবে বেশ কয়েকটি ফ্যাশন শো, রাতের কনসার্টে গাইবেন মুযা
ছবি: সাবিনা ইয়াসমিন