মেহেদিতে ফুটে উঠেছে প্রাণীর প্রতি ভালোবাসা, সংগীতে সৎমায়ের সঙ্গে নাচলেন আলিয়া

মহামারির সময়ে ডেটিং অ্যাপের মাধ্যমে শুরু হয়েছিল প্রেম। যুক্তরাষ্ট্রে প্রথম দেখা। ইন্দোনেশিয়ার বালিতে বাগ্‌দান হয়েছে। থাইল্যান্ডে সেরেছেন ব্যাচেলর পার্টি। প্রাক্‌–বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে আজ মুম্বাইয়ের বোম্বে ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে বিয়ের আয়োজন। কনে আর কেউ নন, বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কশ্যপের একমাত্র মেয়ে আলিয়া কশ্যপ। বর মার্কিন উদ্যোক্তা শেন গ্রেগোয়া। মেহেদি আর সংগীতের ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত

১ / ৯
আলিয়া ও শেনের মেহেদির নকশায় ফুটে উঠেছে কুকুর, বিড়াল, হাতি, ময়ূরসহ বিভিন্ন প্রাণীর ছবি। আলিয়া ও শেন দুজনই প্রাণীপ্রেমী। পশুপাখির জন্য তাঁদের হৃদয়ে যে আলাদা স্থান আছে, সেই বার্তাই দিলেন মেহেদির নকশায়।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৯
হলুদের আয়োজনে বরের পরনে ছিল সবুজ পাঞ্জাবি ও কোটি। অন্যদিকে কনে আলিয়াও মিলিয়ে পরেছিলেন সবুজ লেহেঙ্গা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৯
অন্যান্য আয়োজনের মতো মেহেদির আয়োজনে দেখা দেন একঝাঁক বলিউডের তরুণ তারকা। প্রেমিক ভেদাং রাইনাকে নিয়ে উপস্থিত ছিলেন খুশি কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৯
মার্কিন বর শেন গ্রেগোয়াকে কোলে নিয়ে ঢোল বাজিয়ে নেচেছেন দলেবলে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৯
মেহেদি আর সংগীতের আয়োজনে পুরো বাড়ি সাজানো হয়েছে ফুলে ফুলে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৯
ভেদাং রাইনা ও খুশি কাপুরের মাঝখানে ইদা আলী সেলফি তোলায় ব্যস্ত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৯
ভারতের নামকরা পরিচালক তরুণ তাহিলিয়ানির নকশা করা এমব্রয়ডারি, চুমকি, পুঁতি ও আয়নায় কাজের জমকালো শাড়িতে দেখা দিয়েছিলেন খুশি কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৯
অনুরাগ কশ্যপের প্রথম স্ত্রী আরতি বাজাজের একমাত্র কন্যা ২৩ বছর বয়সী আলিয়া। ছবিতে মায়ের সঙ্গে আলিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ৯
আলিয়ার সংগীত অনুষ্ঠানে যোগ দিয়েছেন অনুরাগ কশ্যপের দ্বিতীয় স্ত্রী বলিউড তারকা কালকি কোচলিন। একটি ভিডিওতে অনুরাগ, কালকি আর আলিয়াকে একসঙ্গে নাচতে দেখা গেছে। বাবার দ্বিতীয় বিয়ের পর কালকির সঙ্গে দারুণ সম্পর্ক হয় আলিয়ারও। অনুরাগের সঙ্গে কালকির সেই বিয়ের সম্পর্ক না টিকলেও, টিকে আছে আলিয়ার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন