দীপিকা পাড়ুকোন অস্কারে যেভাবে ব্রাজিলিয়ান মডেল হয়ে গেলেন
অভিনয় তো বটেই, ফ্যাশন দুনিয়াতেও কম যান না দীপিকা পাড়ুকোন। ভারতীয় এই অভিনেত্রী বলিউড ছাড়াও অভিনয় করছেন হলিউডের ছবিতে। হয়েছেন একাধিক আন্তর্জাতিক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের শুভেচ্ছাদূত। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। অথচ অস্কারের মঞ্চে সেই দীপিকাকেই চিনতে পারেনি বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ! অস্কারের রেড কার্পেটে দীপিকার একটি ছবি অনলাইনে প্রকাশ করেছে ভোগ। যেখানে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয় ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা আলভেস বলে। শুধু ভোগ নয়, একই ভুল করেছে গেটি ও এএফপির মতো ছবির প্রতিষ্ঠানও। আর তাই নিয়ে সমালোচনায় মেতেছেন ভারতীয় নেটিজেনরা।
কয়েক ঘণ্টা আগেই অনুষ্ঠিত হলো অস্কার অ্যাওয়ার্ডের ৯৫তম আসর। যেখানে দুটি বিভাগে পুরস্কার জিতেছে ভারত। পাশাপাশি আরেকটি অর্জনও আছে। প্রেজেন্টার হিসেবে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উপস্থিতি।
৩৬ বছর বয়সী এই অভিনেত্রী লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারের মঞ্চে উঠে ভারতের গর্ব ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’কে সবার সামনে পরিচয় করিয়ে দেন। গর্বে দীপিকার চোখ-মুখ তখন ঝলমল করছিল।
অস্কার অনুষ্ঠানে দীপিকার চমৎকার সাজপোশাক নিয়েও আলোচনা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনে। লুই ভিতোঁর কালো গাউন পরে এদিন লালগালিচা মাড়ান দীপিকা। দীপিকার এই সাজকে অনেকে আইকনিক অভিনেত্রী অড্রে হেপবার্নের একটি সিনেমার লুক থেকে অনুপ্রাণিত বলছেন। অড্রে যেখানে কালো গাউনের সঙ্গে হাতে কালো মোজা, ডায়মন্ডের জুয়েলারি পরেছিলেন। দীপিকাও তাঁর কালো ক্ল্যাসিক গাউনের সঙ্গে হাতে পরেছিলেন মখমলের অপেরা হাতমোজা আর বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড কার্টিয়ারের ডায়মন্ডের গয়না। অড্রের সেই লুকে চুল ছিল কিছুটা উচুঁ খোপা করে বাঁধা, দীপিকাও তাঁর চুল পেছনের দিকে বেঁধে রেখেছিলেন। তবে অনুকরণ করলেও সৌন্দর্য আর আধুনিকতা দিয়ে দারুণভাবে উতরে গেছেন দীপিকা।