পারশার স্বপ্ন যেভাবে পূরণ হলো

‘আমি ভুলে যাই’ গান গেয়ে নজর কেড়েছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীনছবি: কবির হোসেন

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইউকেলেলে বাজিয়ে ‘আমি ভুলে যাই’ গান গেয়ে নজর কেড়েছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। আজ ২৬ নভেম্বর ক্রোড়পত্র নকশার প্রচ্ছদে তিনি মডেল হলেন প্রথমবারের মতো। বিষয় ছিল শীতের পোশাক।

নকশার প্রচ্ছদে নিজেকে দেখতে চান, এটা ছিল তাঁর স্বপ্ন
ছবি: কবির হোসেন

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেই আমরা জানতে পারি, ছোটবেলা থেকেই তাঁর একটা স্বপ্ন আছে, নকশার প্রচ্ছদে নিজেকে দেখতে চান। এই ছোটবেলা আসলে কতটা ছোটবেলা, জিজ্ঞেস করতে হেসে ফেলেন পারশা। বলেন, ‘যখন থেকে পড়তে পারি, তখন থেকেই নকশা দেখেছি, পড়েছি, জেনেছি নানা বিষয়। প্রতি মঙ্গলবার অপেক্ষায় থাকতাম নকশার জন্য। খুব ভালো লাগত পড়তে।’

প্রতি মঙ্গলবার অপেক্ষায় থাকতেন নকশার জন্য
ছবি: কবির হোসেন

যখন ইন্টারনেট ছিল না, ছিল না সামাজিক যোগাযোগমাধ্যম, পারশা তখন নকশা পড়েই জানতেন, কী চলছে চলতি ধারায়। এত বছর পর যখন সেই স্বপ্ন পূরণ হলো, কেমন লাগছে তাঁর? পারশা বললেন, ‘সকাল থেকেই অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে। সকালে অনেক দূরে গিয়ে পত্রিকা কিনে এনেছি। ছোট থেকেই মডেলদের ছাপা ছবি দেখতাম, ইচ্ছা করত মডেল হওয়ার। এখন তো টুকটাক কাজ করছি। এটা আমার পোর্টফোলিওতে ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখবে। ছবিগুলো প্রকাশিত হওয়ার পর অনেকেই ফোন দিয়ে প্রশংসাও করেছে।’

নকশায় উঠে আসা বিষয়–আশয় বাস্তব জীবনেও প্রয়োগ করতেন পারশা
ছবি: কবির হোসেন

নকশায় উঠে আসা বিষয়–আশয় বাস্তব জীবনেও প্রয়োগ করতেন পারশা। রূপচর্চা, রেসিপি দেখে মা–মেয়ে মিলে রান্না করা, সাজগোজ, চলতি ধারার পোশাক কেনা—সবই করেছেন। ব্যস্ততার কারণে এখন কিছুটা কম পড়া হলেও নকশার জন্য ভালোবাসা কমেনি, এখনো নিজেকে নকশার পাঠক হিসেবে দেখেন।