যে জামা পরা যায়, খাওয়াও যায়
জামা কখনো সুস্বাদু হতে পারে? পারে, যদি সেই জামা তৈরির উপকরণে থাকে চকলেট। এমনই এক ‘মজাদার’ পোশাকের ফ্যাশন শো অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ২৮ অক্টোবর শুরু হয়ে আগামী ১ নভেম্বর পর্যন্ত চলবে চকলেটের মেলা। চাইলে চকলেটের বাণিজ্য মেলাও বলতে পারেন। ‘স্যালন দ্যু চকোলা’ নামের এ আয়োজনের প্রথম দিনে ছিল বিশেষ ফ্যাশন শো, যেখানে চকলেটে তৈরি জামা পরে মঞ্চে হাজির হন মডেলরা। দেখুন ছবিতে।