কাশ্মীরি শাল নিয়ে গেছেন বিশ্বমঞ্চে, বিবাহিত জীবন ছাপিয়ে তাঁর ব্যর্থ প্রেমই এখনো আলোচনায়

আজ ৮১–তে পা রাখলেন বলিউডের শাহেনশাহ, ফ্যাশন আর স্টাইল আইকন অমিতাভ বচ্চন। বয়স এখনো তাঁর কাছে কেবলই একটা সংখ্যা। বলিউডে অমিতাভ বচ্চনকে ফ্যাশন আর স্টাইলের ক্ষেত্রে টেক্কা দেবে, এমন তরুণ খুঁজে পাওয়া মুশকিল। ছবিগুলো দেখে মিলিয়ে নিন।

১ / ১৫
কাশ্মীরি শালের এখন যে নামডাক, এর পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, তিনি আর কেউ নন, আমাদের আজকের ‘বার্থডে বয়’ অমিতাভ বচ্চন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
শালটা এভাবেই জড়িয়ে পরা অমিতাভ বচ্চনের সিগনেচার স্টাইল। তাঁর সংগ্রহে আছে কয়েক শ কাশ্মীরি শাল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৫
অমিতাভের এই মোটা কালো ফ্রেমের চশমাও তাঁর ব্যক্তিত্ব আর স্টাইলিংয়ের অন্যতম অনুষঙ্গ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
শাল, কুর্তা, চশমা ছাড়াও অমিতাভের সংগ্রহে আছে অনেক জ্যাকেট, সানগ্লাস, হুডি আর কলম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
এরকম প্রিন্টেড শার্ট অমিতাভের মতো করে আর কেউ ক্যারি করতে পারবেন কিনা সন্দেহ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
নীল সানগ্লাস আর বেগুনিরঙা স্যুট–প্যান্টে এভাবে পোজ দেওয়া কেবল অমিতাভের পক্ষেই সম্ভব। ঐতিহ্য, আভিজাত্য, ভারতীয়, পশ্চিমা—সব ধরনের পোশাককেই তিনি যত স্বাচ্ছন্দ্যে আপন করে নিয়েছেন, তা খুব কম তারকার পক্ষেই সম্ভব
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
গলায় একটা মাফলার না থাকলে যেন অমিতাভের ব্যক্তিত্ব আর সাজ পূর্ণতা পায় না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৫
ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে যাকে দেখছেন, তিনি সেলিব্রিটি স্টাইলিস্ট প্রিয়া পাতিল। ৮১–তেও অমিতাভ বচ্চনের স্টাইল আইকন তকমাটি ধরে রাখার পেছনে গুরুত্বপূর্ণ অবদান আছে এই নারীর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৫
বয়স হলে গাঢ় রং চলে না, এখনো বলবেন?
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৫
বাঙালি কন্যার রূপেগুণে পাগল হয়ে হৃদয় দিয়ে ঘরের বউ করে এনেছিলেন। সেই ১৯৭৩ সাল থেকে ঘর করছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন দম্পতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৫
অর্ধশত বছর পেরিয়ে যাওয়ার পর এখনো অমিতাভ বচ্চন আর রেখার অপূর্ণ প্রেমের জন্যই ভক্তদের হৃদয় হাহাকার করে। অমিতাভের বিবাহিত জীবন ছাপিয়ে এখনো রেখার সঙ্গে তাঁর পূর্ণতা না পাওয়া সম্পর্ক নিয়েই যত আগ্রহ মানুষের। ভক্তরা কান পেতে থাকে, কখন এই দুজন দুজনের বিষয়ে কী বলবেন। দুজনকে একসঙ্গে দেখতে মুখিয়ে থাকেন তাঁরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৫
অবশ্য এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রেখা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৫
এখনো অমিতাভকে ভালোবাসেন কিনা, সে প্রশ্নের উত্তরে সিমি গারেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘তাঁকে ভালো না বেসে থাকা যায়! অমিতাভ বচ্চনের যেকোনো ভক্তের মতোই স্বতঃস্ফূর্তভাবে সততার সঙ্গে, প্রতিদিন, প্রতি মুহূর্তে আরও গভীরভাবে...’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
এখনো নাকি অমিতাভের নামেই সিঁদুর দেন রেখা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৫
এখনো অমিতাভ বচ্চন আর রেখাকে কোনোভাবে একসঙ্গে দেখলে হার্টবিট মিস করে ভক্তরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে