কালো রঙের পোশাক কি আত্মবিশ্বাসের প্রকাশ

কালো পোশাকে কখনো হয় শোকের প্রকাশ, কখনো আবার কালোতেই ঝলমল করে আভিজাত্য। এই কালোতেই আবার ফুটে উঠতে পারে আপনার ব্যক্তিত্বের নানা দিক। একই রঙের কত রূপ! কালো পোশাকে যাওয়া যেতে পারে নেমন্তন্ন বাড়িতে। রোজকার কাজের সময়ও কালো পোশাক পরা যায় অনায়াসেই। গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্যও কালো দারুণ রং। তবে গরম আবহাওয়ায় কালো পোশাক ঠিক জুতসই নয়। আমাদের দেশ গ্রীষ্মপ্রধান হলেও নানা সময়ই স্বচ্ছন্দে কালো পোশাক পরেন বহু মানুষ। কালো পোশাকের মনস্তাত্ত্বিক দিক জেনে নেওয়া যাক আজ।

কালো যাঁদের পছন্দের রং, মনোবিজ্ঞানের দৃষ্টিতে তাঁরা বেশ শক্তিশালী
পোশাক: অনীকিনী, ছবি: নকশা

কালো যাঁদের পছন্দের রং, মনোবিজ্ঞানের দৃষ্টিতে তাঁরা বেশ শক্তিশালী। তবে কেবল একটা রঙের ভিত্তিতে তো বহু মানুষকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত করে ফেলা যায় না। তারপরও বলা যায়, যাঁরা কালো রং পছন্দ করেন, তাঁরা আত্মবিশ্বাসী। তাঁরা মানসিক শক্তির দিক থেকে সাধারণত বলিষ্ঠ হন। তাঁদের ভরসা করা যায়। কাজের ব্যাপারে গোছানো হয়ে থাকেন তাঁরা। মনকে নির্দিষ্ট দিকে ‘ফোকাস’ করতে পারেন। আবেগকেও তাঁরা নিয়ন্ত্রণ করতে পারেন বেশ সফলভাবে। কিন্তু তাঁদের অনেকে আবার নিজেদের একটু আড়ালে রাখতেই ভালোবাসেন, কারও কারও ভাবনার জগৎটাকে একেবারেই বিচ্ছিন্ন বলে মনে হতে পারে অন্যদের কাছে। এমনটাই বলছিলেন স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক।

আরও পড়ুন

স্বাধীনতা ও আত্মমর্যাদা

সামাজিকভাবে কেউ কেউ অবশ্য কালো রঙের সঙ্গে অপশক্তির একটা যোগাযোগ খুঁজে পেতে পারেন। আর দুঃখ-শোকের রং হিসেবে কালো তো স্বীকৃতই। নানা নেতিবাচক ভাবনাকে দূরে ঠেলে কালোকে ভালোবেসে পোশাকের রং হিসেবে বেছে নেন যিনি, তাঁকে একটু স্বাধীনচেতা হিসেবে আখ্যা দিতেই পারেন আপনি। কালো রং যাঁদের পছন্দ, তাঁদের অনেকের মধ্যে কিন্তু এমন গুণও থাকে যে তিনি নিজেকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। এমন মানুষদের আত্মমর্যাদাবোধ প্রবল থাকে। খারাপ পরিস্থিতিতে পড়লেও তা সহজেই সামলে উঠতে পারেন তাঁরা।

নতুন প্রজন্মের তরুণদের মধ্যে অনেকেই কালো রং পছন্দ করছেন
ছবি: নকশা
আরও পড়ুন

অন্তরের অনুভব

ফ্যাশন ডিজাইনার রিফাত রেজা বলছিলেন, কালো রংটাকে সবাই একভাবে গ্রহণ করতে পারেন না। আর প্রজন্মের ব্যবধানেও কালো রঙের প্রতি মানসিকতার ভিন্নতা দেখা যায়। নতুন প্রজন্মের তরুণদের মধ্যে অনেকেই কালো রং পছন্দ করছেন। কিন্তু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের অনেকে আবার খুব একটা পছন্দ করেন না এই রং। বয়স ও ব্যক্তিভেদে কালো রঙের প্রতি দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে থাকে। নিজের অবস্থান থেকে রঙের মাধ্যমে অন্তরের অনুভবকে প্রকাশ করতে পারেন যে কেউ।

শেষ কথা

দুঃখ-শোকের রং হিসেবে কালো তো স্বীকৃতই
ছবি: নকশা

একটা মানুষ আদতে মনের দিক থেকে কতটা শক্তিশালী, তাঁর পছন্দের রং থেকে সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব নয়। তবে প্রথাগত বহু নেতিবাচক ভাবনা এড়িয়ে যিনি কালোকে ভালোবেসেছেন, তিনি নিশ্চয়ই আত্মপ্রত্যয়ী। তাঁকে খানিকটা ভরসা করতেই পারেন। তবে একটা মানুষ কোন ধরনের বা কোন রঙের পোশাক পরেছেন, তার চেয়ে বড় বিষয় হলো, পোশাকটিতে তিনি কতটা স্বচ্ছন্দ। মানুষের স্বাচ্ছন্দ্য, দেহভঙ্গি, বাচনভঙ্গি, চোখের ভাষা, জ্ঞানের গভীরতা, আচরণ—সবকিছু বিবেচনা করে তবেই তো ভরসা করবেন তাঁকে।

আরও পড়ুন